ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

চরফ্যাশনে ভিটাবাড়ি হারানোর শঙ্কায় মুক্তিযোদ্ধা পরিবার

প্রকাশিত: ০৯:৩৯, ১৮ জানুয়ারি ২০২০

  চরফ্যাশনে ভিটাবাড়ি হারানোর শঙ্কায় মুক্তিযোদ্ধা  পরিবার

নিজস্ব সংবাদদাতা, চরফ্যাশন, ১৭ জানুয়ারি ॥ ভোলার চরফ্যাশনের দুলারহাট আদর্শ কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা মরহুম আরব আলী মিয়ার পরিবারকে ভোলা জেলা পরিষদের কতিপয় অসাধু কর্মকর্তা কর্মচারী ভিটাবাড়ি থেকে উচ্ছেদের পায়তারা করছেন। ফলে মুক্তিযোদ্ধা পরিবারটি উচ্ছেদ আতঙ্কে নিরাপত্তাহীনতায় ভুগছে বলে অভিযোগ উঠেছে। বীর মুক্তিযোদ্ধা মরহুম আরব আলী মিয়ার জ্যেষ্ঠ ছেলে স্বেচ্ছায় অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব এ কে এম আবদুস সালাম অভিযোগ করে বলেন, চরফ্যাশন উপজেলার জিন্নাগড় মৌজার এসএ ৫৩০ নং খতিয়ানভুক্ত ৮ টি দাগে মোট ৩.৯৫ একর রেকর্ডভুক্ত ভূমির মধ্যে ১২৯২ দাগে মোট ৩৮ শতাংশ ভূমির কাতে ১৬ শতাংশ ভূমিতে আমার ভ্রাতা-ভগ্নিগণ বিগত ২০ জুলাই ২০০৮ তারিখে ২৫৭২ নং সাফকবলা দলিলমূলে মালিক হয়ে বসতবাড়ি নির্মাণ করে পরিবার-পরিজন নিয়ে বসবাস করে আসছেন। উক্ত খতিয়ানভুক্ত ভূমির যৎসামান্য অংশে ভোলা জেলা পরিষদ মালিক থাকার সুবাদে ওই ভূমির পরিমাপের মাধ্যমে সীমানা নির্ধারণ ব্যতীত আমাদের পরিবারকে উচ্ছেদের পায়তারা করছে জেলা পরিষদের কতিপয় কর্মকর্তা-কর্মচারী। তারা প্রায়ই ওই ভূমিতে একক ও একতরফাভাবে মাপজোক করেন এবং আমাদের মালিকানা দখলাধীন ভূমিতে পিলার পুঁতে রাখেন। বিষয়টি দৃষ্টিগোচর হলে গত ১৪ নবেম্বর ১৯ তারিখে ভোলা জেলা পরিষদের চেয়ারম্যানের কাছে আবেদন করি বিরোধীয় ভূমির সীমানা নির্ধারণের জন্য। ওই আবেদনের প্রেক্ষিতে জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তাকে প্রধান করে ৪ সদস্য বিশিষ্ট্য একটি কমিটি গঠন করে ৮ জানুয়ারি ২০ তারিখে সীমানা চিহ্নিত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ প্রদান করেন।
×