ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইরাকের তেল বিক্রি লব্ধ অর্থ আটকে দেয়ার হুমকি

প্রকাশিত: ০৯:২৮, ১৮ জানুয়ারি ২০২০

 ইরাকের তেল বিক্রি  লব্ধ অর্থ আটকে  দেয়ার হুমকি

ইরাক যদি তার দেশ থেকে বিদেশী সৈন্য প্রত্যাহার শুরু করে তাহলে ইরাকের তেল ক্ষেত্র থেকে অর্জিত অর্থ যুক্তরাষ্ট্র আটকিয়ে দেবে। ৫ জানুয়ারি ইরাকের পার্লামেন্টে নির্বাচনের পর তত্ত্ববধায়ক সরকারের প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহদী ইরাক থেকে বিদেশী সৈন্য প্রত্যাহারের হুমকি দেয়ার পর চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্র ইরাককে পাল্টা এ হুমকি দিল। ওয়াল স্ট্রিট জার্নাল। ইরাক থেকে সৈন্য প্রত্যাহার করা হলে ট্রাম্প প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিবে। আর ব্যবস্থা হিসেবে ওয়াশিংটন নিউইয়র্কে ফেডারেল রিজার্ভ ব্যাংকের এ্যাকাউন্টে ইরাকের কেন্দ্রীয় ব্যাংকের গচ্ছিত অর্র্থ বাগদাদকে নিতে দিবে না। ওই এ্যাকাউন্টে তেল বিক্রিত রাজস্বের পুরো অর্থ সঞ্চিত করে রেখেছে ইরাক। বিশ্বের অন্তত দুইশ’টি দেশের কেন্দ্রীয় ব্যাংক, সরকার ও আন্তর্জাতিক কর্মকর্তাদের প্রতিষ্ঠানের নিউইয়র্কে ওই ব্যাংকে অর্থ মজুদ রাখে। ফেডারেল রিজার্ভ ব্যাংক বিদেশী এ্যাকাউন্টধারীদের বিভিন্ন ধরনের সেবা দিয়ে থাকে, এর মধ্যে-আন্তর্জাতিক লেনদেন, ডলার সংরক্ষণসহ বিভিন্ন ধরনের সেবা রয়েছে। ওয়াল স্ট্রিট জার্নাল আরও জানিয়েছে, নিউইয়র্কে ফেডারেল রিজার্ভ ব্যাংকে প্রবেশ করতে না পারলে সেটি হবে বাগদাদের জন্য ভয়ঙ্কর ঘটনা। আর এটি সত্যি হলে ইরাকে অর্থনীতি সহজেই ভেঙ্গে পড়ার ঝুঁকিতে থাকবে। কারণ তেল থেকে অর্জিত রাজস্ব দেশটির অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি হিসেবে কাজ করে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বৃহস্পতিবার টেলিফোনে ইরাকের প্রধানমন্ত্রীকে সতর্ক করে দিয়ে বলা হয়েছে, ইরাকের ওই পদক্ষেপ গ্রহণ করা হলে, তারা ফেডারেল ব্যাংকে তাদের এ্যাকাউন্টে প্রবেশ করতে পারবে না। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এ কথা জানান। এদিকে ইরাকের প্রধানমন্ত্রীর মুখপাত্র জানান, এ ঘটনার প্রেক্ষিতে ওয়ালস্ট্রিট জার্নাল সাংবাদিকের অনুরোধ শর্তেও কেন্দ্রীয় ব্যাংক ও ওয়াশিংটনে অবস্থিত ইরাকী দূতাবাসের কেউই এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি। ইরানের জেনারেল কাশেম সোলাইমানি সম্প্রতি মার্কিন ড্রোন হামলায় নিহতের ঘটনায় ইরাকী পার্লামেন্টে প্রধানমন্ত্রী মাহদী সে দেশ থেকে পাঁচ হাজারেরও বেশি সৈন্য প্রত্যাহার করার ঘোষণা দেন। আর তারপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরাক অবাধ্য হলে শাস্তি দেয়া হবে বলে হুমকি দেন। গত শুক্রবার মাহদী সংবাদ সম্মেলনে ওয়াশিংটনকে সৈন্য প্রত্যাহারের বিষয়ে আলোচনায় বসার আহ্বান জানান। তবে সে সময় এই প্রস্তাব প্রত্যাখান করে ওয়াশিংটন। গত শুক্রবার হোয়াইট হাউসে পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘আমরা ইরাকীদের সঙ্গে নিয়মিত আলোচনা করতে পেরে খুশি।
×