ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বার্টির প্রথম জয়

প্রকাশিত: ১২:১৫, ১৬ জানুয়ারি ২০২০

বার্টির প্রথম জয়

স্পোর্টস রিপোর্টার ॥ নতুন বছরে প্রথম জয়ের দেখা পেয়েছেন এ্যাশলে বার্টি। মঙ্গলবার এ্যাডিলেড ইন্টারন্যাশনাল টেনিস টুর্নামেন্টের শেষ ষোলোর ম্যাচে বর্তমান বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের নাম্বার ওয়ান তারকা ৪-৬, ৬-৩ এবং ৭-৫ সেটে পরাজিত করেন এ্যানাস্তাসিয়া পাভলিউচেঙ্কোভাকে। সেইসঙ্গে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের টিকেট নিশ্চিত করেন তিনি। সেমিফাইনালে উঠার লক্ষ্য নিয়ে আজ আবারও মাঠে নামছেন এ্যাশলে বার্টি। প্রতিপক্ষ মার্কেটা ভোন্ড্রোসোভা। এ্যাশলে বার্টি ছাড়াও এ্যাডিলেডে জয়ের স্বাদ পেয়েছেন সুইজারল্যান্ডের বেলিন্ডা বেনচিচ, আমেরিকার ড্যানিয়েল কোলিন্স এবং বেলারুশের এ্যারিনা সাবালেঙ্কা। সুইস তারকা বেলিন্ডা বেনচিচ কঠিন লড়াইয়ের পর ৭-৬ (৮/৬) এবং ৭-৬ (৭/৪) ব্যবধানে পরাজিত করেন জার্মানির জুলিয়া জর্জেসকে। প্রতিপক্ষকে হারাতে বেনচিচের এদিন সময় লাগে ১ ঘণ্টা ৫০ মিনিট। কঠিন এই জয়ের পর দারুণ খুশি সুইস তারকা। ম্যাচের শেষে নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে বেনচিচ বলেন, ‘তার বিপক্ষে খেলাটা সবসময়ই কঠিন। কেননা তার সার্ভ অনেক বড়। যা আপনার ওপর স্বাভাবিকভাবেই চাপ ফেলে। তাই তার মতো খেলোয়াড়কে হারাতে পারাটা খুব গুরুত্বপূর্ণ। সত্যি কথা বলতে প্রথম সেট জয়ের জন্য আমি যথেষ্ট যোগ্য ছিলাম না। তবে আমি হয়তো সৌভাগ্যবান হিসেবেই তার বিপক্ষে জয় পেয়েছি।’ এ্যাডিলেডের কোয়ার্টার ফাইনালে আজ প্রতিপক্ষ হিসেবে ড্যানিয়েল কোলিন্সকে পাচ্ছেন বেনচিচ। এই ম্যাচটাও জমবে বলে মনে করছেন টেনিসপ্রেমীরা। আমেরিকান তারকা ব্রিসবেনেও কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছিলেন। প্রথম দুই ম্যাচে তিনি এ্যালিনা সিতলিনা এবং জুলিয়া পুতিনসেভাকে হারিয়ে চমকেই দিয়েছিলেন। কিন্তু শেষ আটের ম্যাচে স্বদেশী ম্যাডিসন কেইসের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে যান। এ্যাডিলেডে প্রথম ম্যাচে কোলিন্স ৬-৩ এবং ৬-২ সেটে খুব সহজেই পরাজিত করেন আলিয়াকসান্দ্রা সাসনোভিচকে।
×