ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

এবি ব্যাংকের মামলা

লতিফ সিদ্দিকী স্ত্রী ও ছেলেমেয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

প্রকাশিত: ১১:১৭, ১৬ জানুয়ারি ২০২০

লতিফ সিদ্দিকী স্ত্রী ও ছেলেমেয়ের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

অর্থনৈতিক রিপোর্টার ॥ এবি ব্যাংক থেকে বিপুল অঙ্কের ঋণ নিয়ে যথাসময়ে পরিশোধ না করার অভিযোগে করা এক মামলায় সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর পরিবারের তিন সদস্যের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে অর্থঋণ আদালত। সেই পরোয়ানা হাতে নিয়ে বুধবার তাদের খোঁজে গুলশানের বাসা পর্যন্ত যায় পুলিশ। কিন্তু ওই সময় তাদের বাসায় পাওয়া যায়নি। পুলিশের গুলশান থানার ওসি (ভারপ্রাপ্ত কর্মকর্তা) কামরুজ্জামানের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকীর স্ত্রী ও দুই ছেলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আদেশ আমরা পেয়েছি। কিন্তু তারা অনেক আগেই বিদেশে চলে গেছেন। জানতে চাইলে এবি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) তারিক আফজাল বুধবার রাতে বলেন, ২০১৩ ও ২০১৪ সালে নেয়া ঋণ বর্তমানে সুদাসলে ৫৫ কোটি ৬২ লাখ টাকায় দাঁড়িয়েছে। পুরো টাকাই এখন মন্দমানের খেলাপী। তারা টাকা ফেরত না দিয়ে পালিয়ে বেড়াচ্ছে। বর্তমানে পলাতক। এখন যদি প্রশাসন সহযোগিতা না করে তাহলে আমরা কীভাবে ইচ্ছাকৃত ঋণ খেলাপীদের থেকে টাকা আদায় করব।
×