ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

মতবিনিময় সভা

নারী অধিকার প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান

প্রকাশিত: ১১:১৪, ১৩ জানুয়ারি ২০২০

  নারী অধিকার প্রতিষ্ঠায় কাজ করার আহ্বান

স্টাফ রিপোর্টার ॥ নারী কাউন্সিলরদের কাজ সুনির্দিষ্ট করে পরিপত্র জারি করতে এবং ঢাকা মহানগরীর নারীদের কর্মস্থলে ও নগরের সকল স্থানে নিরাপদ যাতায়াত নিশ্চিত করে নারী অধিকার প্রতিষ্ঠায় নারী কাউন্সিলরদের কাজ করার আহ্বান জানিয়েছেন নারী কাউন্সিলর প্রার্থীরা। রবিবার বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত নিরাপদ, নারীবান্ধব ঢাকা মহানগর গড়ে তোলার লক্ষ্যে নারী কাউন্সিলরদের করণীয় বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় বিশেষ অতিথি ছিলেন স্থপতি ও বিশিষ্ট নগর পরিকল্পনাবিদ মোবাশ্বের হোসেন এবং জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন। সভায় ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচন ২০২০ এর নারী কাউন্সিলর প্রার্থীগণ নারীদের উন্নয়নে আলোচনা করেন। সভায় নারী কাউন্সিলর প্রার্থীদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের নারী কাউন্সিলর নার্গিস মাহতাব, কাউন্সিলর মিনু রহমান, শামসুন্নাহার ভূঁইয়া, বিএনপির জাতীয় কমিটির নির্বাহী পরিচালক ফরিদা ইয়াসমিন, দক্ষিণ সিটি কর্পোরেশনের নারী কাউন্সিলর শাহনা আক্তার মিতু এবং যুব মহিলা লীগের সহসভাপতি পারভীন খায়ের আলোচনা করেন। সভায় লিখিত বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের এ্যাডভোকেসি ও লবি পরিচালক জনা গোস্বামী ও পরিচালনা করেন বাংলাদেশ মহিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি রেখা চৌধুরী। সভায় নারী কাউন্সিলর প্রার্থীরা বলেন, নারীরা এগিয়ে যাচ্ছে নিজেরা সংগ্রাম করে। তবে সরকারের সহযোগিতা থাকলেও কাজের ক্ষেত্রে নারীরা হয়রানির শিকার হচ্ছে। কোন পরিপত্র নেই সংরক্ষিত আসনের নারী কাউন্সিলরদের জন্য। কোন উন্নয়নমূলক কাজ করা সম্ভব হয় না। নারী কাউন্সিলরদের ৩টি ওয়ার্ডের দায়িত্ব পালন করতে হয়। এর ফলে একই সঙ্গে সময় দেয়া যায় না। সম্মানী ভাতার পরিমাণ খুবই সামান্য। জনবলের অভাব আছে। বরাদ্দ অর্থের অভাবে সকল ওয়ার্ডের চাহিদা পূরণ করা সম্ভব হয় না। সংরক্ষিত আসনে নির্বাচিত নারীর কাজের ক্ষেত্রে সুযোগ-সুবিধা কম, এতে জনগণকে দেয়া প্রতিশ্রুতি পালন করা সম্ভব হয় না। নিজ নিজ দলের মধ্যে পুরুষ সদস্যরা চায় না নারীরা এগিয়ে আসুক। মতবিনিময় সভায় বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ডাঃ ফওজিয়া মোসলেম, লক্ষী চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক সীমা মোসলেম, সংগঠন সম্পাদক উম্মে সালমা বেগম, প্রশিক্ষণ, গবেষণা ও পাঠাগার সম্পাদক রীনা আহমেদ, প্রকাশনা সম্পাদক সারাবান তহুরা, রোকেয়া সদন সম্পাদক নাসরিন মনসুর,আন্তর্জাতিক সম্পাদক রেখা সাহা, সহ কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দ, ঢাকা মহানগর কমিটির নেতৃবৃন্দ, কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
×