ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

পিডিবিএফের সাবেক এমডির বিচার দাবি

প্রকাশিত: ০৯:১৩, ১২ জানুয়ারি ২০২০

পিডিবিএফের সাবেক এমডির বিচার দাবি

নিজস্ব সংবাদদাতা, ভোলা, ১১ জানুয়ারি ॥ দুর্নীতি ও কেলেঙ্কারির দায়ে চাকরিচ্যুত পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের (পিডিবিএফ) সাবেক ব্যবস্থাপনা পরিচালক মদন মোহন সাহার গ্রেফতার ও বিচার দাবিতে ভোলায় মানববন্ধন করেছে পিডিবিএফের কর্মকর্তা-কর্মচারী। শনিবার দুপুরে ভোলা পিটিআই এলাকায় পিডিবিএফের জেলা কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয় এ মানববন্ধন। এতে পিডিবিএফের ভোলা জেলার উপপরিচালক মোঃ রফিকুল ইসলাম, সহকারী উপপরিচালক এম এ গফুর, পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মোঃ সেলিম, মাহফুজ, আফরোজ বেগম, এনায়েত হোসেন, সিরাজুল ইসলাম, ইমাম হোসেনসহ সংস্থার বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারী অংশ নেন। মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, পল্লী দারিদ্র্য ফাউন্ডেশনের সাবেক এমডি মদন মোহন সাহা ক্ষমতার অপব্যবহার করে নিয়োগ ও বদলি বাণিজ্যসহ সংস্থার কোটি কোটি টাকা লুটপাট করেছে। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে গড়া এই স্বায়ত্তশাসিত এই প্রতিষ্ঠানটিকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে গেছেন। তার বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়ায় তাকে চাকরিচ্যুত করা হয়েছে। এখন তাকে দ্রুত গ্রেফতার করে বিচারের দাবিতে আন্দোলনে নেমেছেন বিডিবিএফের হাজার হাজার কর্মকর্তা-কর্মচারী। ঝালকাঠি নিজস্ব সংবাদদাতা ঝালকাঠি থেকে জানান, দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনের উদ্যোগে এই প্রতিষ্ঠানের চাকরিচ্যুত দুর্নীতিবাজ, অর্থ লণ্ঠনকারী সাবেক ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মদন মোহন সাহার গ্রেফতার ও বিচারের দাবিতে এই প্রতিষ্ঠানের কর্মকর্তা ও কর্মচারীরা মানববন্ধন কর্মসূচী পালন করেছে। শনিবার বিকেল সাড়ে ৩টায় টিএ্যান্ডটি সড়কের কার্যালয়ের সামনে মানববন্ধন চলাকালীন এই প্রতিষ্ঠানের উপ-পরিচালক তাসলিমা বেগম, উপজেলা পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, সিদ্দীকুর রহমান, নাছিমা বেগম, সৌরশক্তি প্রকল্পের মিলন আহমেদ ও উর্ধতন মাঠ কর্মকর্তা মোঃ কাওসার বক্তব্য রাখেন। বক্তারা পিডিবিএফের বোর্ড অব গবর্নসের তোয়াক্কা না করে তিনি ইচ্ছামতো ব্যক্তিগত সুবিধার বিনিময়ে পিডিবিএফের অর্থ একটি ব্যাংক ও নামসর্বস্ব লিজিং কোম্পানিতে রেখে পিডিবিএফের অর্থ ঝুঁকির মধ্যে ফেলেছেন। এমনকি পিডিবিএফের কর্মীদের সিপিএফের ৫৩ কোটি টাকা কয়েকটি নামসর্বস্ব লিজিং কোম্পানিতে রেখেছেন যাহা আদৌ কোনদিন পাওয়া যাবে কিনা সন্দেহ।
×