ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

পশ্চিমবঙ্গে ধর্মঘটে সাড়া পেয়ে উজ্জীবিত কংগ্রেস

প্রকাশিত: ০৯:২১, ১০ জানুয়ারি ২০২০

পশ্চিমবঙ্গে ধর্মঘটে সাড়া পেয়ে উজ্জীবিত কংগ্রেস

অতীতের চেয়ে এ বার ধর্মঘটে অনেক বেশি সাড়া পাওয়া গেছে বলে দাবি করেছে বাম ও কংগ্রেস নেতৃত্ব। সাধারণ ধর্মঘটে বুধবারের ছবি দেখে ‘উজ্জীবিত’ বাম ও কংগ্রেসের পরবর্তী লক্ষ্য, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন কলকাতা সফর ঘিরে বিক্ষোভের আয়োজন করা। দলের পতাকা বা ফেস্টুন ছেড়ে কালো পতাকা নিয়ে মোদির সফরের দু’দিন ‘গো ব্যাক মোদি’ সেøাগান দিয়ে যুব ও ছাত্রসহ সকলকে পথে নামতে খোলা আহ্বান জানিয়েছে তারা। আনন্দবাজার পত্রিকা। বেহাল অর্থনীতি, দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ এবং সেই সঙ্গে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) ও জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) বিরোধিতায় সারাদেশে এ দিন সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছিল কেন্দ্রীয় ট্রেড ইউনিয়নগুলো। কৃষক ও ক্ষেত মজুরদের পেনশন, ফসলের ন্যায্য দামের দাবিতে গ্রামীণ ভারত ধর্মঘটের ডাক ছিল কৃষক সংগঠনগুলোর তরফে। বাংলায় ট্রেড ইউনিয়ন এবং বাম ও কংগ্রেস নেতৃত্ব এক সুরেই দাবি করেছেন, নরেন্দ্র মোদি-অমিত শাহদের নীতির বিরুদ্ধে সাধারণ মানুষ ধর্মঘটে সাড়া দিয়েছে। তাদের অভিযোগ, পুলিশ-প্রশাসনকে দিয়ে সেই ধর্মঘট ভাঙ্গার চেষ্টা করে মমতা ব্যানার্জী সরকার বিজেপিরই পাশে দাঁড়িয়েছে। গ্রেফতার হয়েছেন সিপিএমের সুজন চক্রবর্তী, আরএসপি-র দেবাশিস মুখোপাধ্যায়, এসইউসি-র তরুণ নস্করসহ বাম নেতা-কর্মীরা। তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের আবার পাল্টা দাবি, ‘বামেদের আগে ঠিক করতে হবে, কার বিরোধিতা ওরা করবেন। মুখ্যমন্ত্রীকে বেশি আক্রমণ করতে গিয়ে বিজেপিকেই ওরা সাহায্য করছেন!’ বিমান বসুরা কংগ্রেসকে ওই কর্মসূচীতে শামিল হওয়ার আবেদন জানিয়েছেন এবং কংগ্রেসও তাকে স্বাগত জানিয়েছে। প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র বলেন, ‘আমাদের নির্দেশ দেয়ার আর অপেক্ষা রাখে না। ধর্মের নামে বিভাজন করে, প্রতিবাদীদের ওপরে নৃশংস আক্রমণ করে মোদি-শাহেরা যা করেছেন, তারপরে শুধু কংগ্রেস নয়, সব দল-মতের যুব ও ছাত্ররাই বিক্ষোভে শামিল হয়ে যাবেন।’ বামেদের ডাকা ছাত্র ধর্মঘটে রাজ্য ভাল সাড়া মিলেছে বলে দাবি করে এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্যও সব ছাত্র সংগঠনের উদ্দেশে আহ্বান জানিয়েছেন মোদির বিরুদ্ধে বিক্ষোভে যোগ দেয়ার। ধর্মঘটে ‘গুন্ডামি’র জন্য বঙ্গ সিপিএমকে তুলোধোনা করে মমতা বলেন, কেরলের সিপিএম ‘ভাল’। তাদের ‘আদর্শ’ আছে। তার জবাবে সেলিমের বক্তব্য, ‘হিন্দিতে একটা প্রবাদ আছে দূর কা শেহনাই সুহানা লাগে। ডোনাল্ড ট্রাম্পেরা যেমন ‘গুড তালেবান, ব্যাড তালেবান’ দেখেন, সেভাবে উনি এখন ভাল সিপিএম, খারাপ সিপিএম খুঁজছেন।
×