ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ মধ্যপ্রাচ্য পরিস্থিতির ওপর সজাগ দৃষ্টি রাখছে

প্রকাশিত: ১২:৪৬, ৭ জানুয়ারি ২০২০

বাংলাদেশ মধ্যপ্রাচ্য পরিস্থিতির ওপর সজাগ দৃষ্টি রাখছে

জনকণ্ঠ ডেস্ক ॥ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান দ্বন্দ্ব এবং ইরাকের অনিশ্চিত পরিস্থিতির বিষয়ে সজাগ দৃষ্টি রাখছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা থাকায় ওই অঞ্চল থেকে প্রবাসী বাংলাদেশীদের নিরাপদ জায়গায় সরিয়ে নেয়ার কথাও ভাবছে সরকার। খবর ওয়েবসাইটের। ইতোমধ্যে ইরাকে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ওই দেশে অবস্থিত বাংলাদেশীদের কর্মস্থল ও বাসা ছাড়া বিশেষ প্রয়োজনে অন্য জায়গায় যাতায়াত না করার জন্য সতর্কবার্তা দিয়েছে। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ একজন কর্মকর্তা বলেন, ‘আমাদের প্রথম অগ্রাধিকার হচ্ছে ইরাকে অবস্থিত বাংলাদেশীদের নিরাপত্তা নিশ্চিত করা।’ তিনি জানান, ইরাকের ১৮টি প্রদেশের মধ্যে বাগদাদ, বসরা, নাজাফ, কারবালা, কুর্দিস্তান ও কিরকুকে বেশিরভাগ বাংলাদেশী অবস্থান করছে। এর মধ্যে কুর্দিস্তান অঞ্চলটি এখন পর্যন্ত সবচেয়ে নিরাপদ। ৩ জানুয়ারি যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের সামরিক কমান্ডার কাশেম সোলাইমানি বাগদাদের একটি বিমানবন্দরে নিহত হওয়ার পরে মধ্যপ্রাচ্যে পরিস্থিতি আরও বেশি ঘোলাটে হয়েছে। এ বিষয়ে তিনি বলেন, ‘ইরানের পরিস্থিতি দেশটির সরকারের নিয়ন্ত্রণে আছে। কিন্তু, অভ্যন্তরীণ কোন্দল ও বিদেশী শক্তির স্বার্থের কারণে ইরাকের পরিস্থিতি আগের থেকে কিছুটা নাজুক হয়েছে।’
×