ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিইএস এক্সপো আজ শুরু

প্রকাশিত: ০৯:১৩, ৭ জানুয়ারি ২০২০

সিইএস এক্সপো আজ শুরু

বিশ্বের বৃহত্তম ইলেকট্রনিক্স ভোগ্য পণ্যের প্রদর্শনী (সিইএস টেক এক্সপো) আজ যুক্তরাষ্ট্রের লাসভেগাসে শুরু হচ্ছে। চার দিনের এ প্রদর্শনীতে বিভিন্ন দেশের সাড়ে চার হাজার কোম্পানি তাদের পণ্যের পসরা নিয়ে হাজির হবে। উদ্বোধনী অনুষ্ঠানে ১ লাখ ৭০ হাজার দর্শনার্থীর সমাগম হবে বলে ধারণা করা হচ্ছে। এবারের আয়োজন হচ্ছে বিস্তৃত পরিসরে প্রায় ৫০ ফুটবল মাঠের সমান জায়গা নিয়ে। কয়েকটি হোটেল ও কনভেনশন সেন্টার নিয়ে করা হয়েছে এবারের ভেন্যু। -এপি ফুকুশিমায় নবায়নযোগ্য জ্বালানি জাপানের সুনামি বিপর্যস্ত পরমাণু কেন্দ্র ফুকুশিমায় নবায়নযোগ্য জ্বালানি হাব গড়ে তোলার পরিকল্পনা নেয়া হয়েছে। জাপান সরকার সম্পূর্ণ নবায়নযোগ্য জ্বালানি আঞ্চলিক চাহিদা পূরণের একটি উচ্চাভিলাষী প্রকল্প হাতে নিয়েছে। ২০৪০ সাল নাগাদ প্রকল্পটি বাস্তবায়িত হবে। বর্তমানে আঞ্চলিক চাহিদা ৪০ ভাগ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণ করা হয়। ২০১১ সালের ১১ মার্চ ফুকুশিমা পরমাণু চুল্লিটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। চেরনোবিল দুর্ঘটনার পরে এটি ছিল স্মরণকালের সবচেয়ে বড় পরমাণু বিপর্যয়। -গার্ডিয়ান
×