ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ক্ষতিপূরণ চাইছেন হাতুরুসিংহে

প্রকাশিত: ১০:২৪, ৬ জানুয়ারি ২০২০

 ক্ষতিপূরণ চাইছেন  হাতুরুসিংহে

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশকে একরকম উপেক্ষা করেই শ্রীলঙ্কার কোচের দায়িত্ব নিয়েছিলেন চন্দ্রিকা হাতুরুসিংহে। কিন্তু বিশ্বকাপের ব্যর্থতায় সেই তাকেই ‘প্রায়’ ছুড়ে ফেলে লঙ্কান বোর্ড (এসএলসি)। ক্রীড়ামন্ত্রী হারিন ফার্নান্দো বলেন, ‘হাতুরুকে যে বেতন দেয়া হয় এর অর্ধেকে ভাল মানের বিদেশী কোচ পাওয়া সম্ভব।’ চুক্তি শেষ হওয়ার দেড় বছর আগেই এসএলসি তাকে ছাঁটাই করে ৬ মাসের বেতন দিতে চায়। চুক্তি অনুযায়ী হাতুরুর বেতন ছিল ৬০ হাজার ডলার। তবে সেটি নিতে অস্বীকৃতি জানান তিনি। বরং পুরো চুক্তির বেতন দাবি করেন তিনি। সে হিসেবে তিনি ১.৮ মিলিয়ন ডলার পান। তবে আন্তর্জাতিক দলের কোচ হিসেবে তার যে সুনাম ছিল সেটা ক্ষুণœœ করার জন্য ক্ষতিপূরণ দাবি করেছেন হাতুরু। বোর্ড বরাবর ৫০ লাখ ডলার দাবি করে চিঠি দিয়েছেন । বোর্ডের সম্পাদক মোহন ডি সিলভা বলেন, ‘হাতুরু আমাদের কাছে একটি চিঠি পাঠিয়ে ৫ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ চেয়েছেন।’ অহঙ্কারি আর লোভি হাতুরু এখন কার্যত ব্রাত্য হয়ে পড়েছেন। পাকিস্তান সফরে শ্রীলঙ্কান বোর্ড প্রধান কোচ হিসেবে প্রেরণ করে বোলিং কোচ রমেশ রতœানায়েকেকে। এরপর শ্রীলঙ্কা জাতীয় দলে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয়া হয় সাবেক পাকিস্তান কোচ মিকি আর্থারকে। আর ব্যাটিং কোচের দায়িত্ব পান সাবেক জিম্বাবুইয়ান তারকা গ্র্যান্ট ফ্লাওয়ার। তিনিও পাকিস্তানেই ছিলেন। বিশ্বকাপে ব্যর্থতার পর ঝামেলার মধ্যেই আলোচিত চন্দ্রিকা হাতুরুসিংহকে বরখাস্তের ঘোষণা দেয় লঙ্কান বোর্ড। এরপর বোলিং কোচ হিসেবে অস্ট্রেলিয়ান ডেভিড সকার ও ফিল্ডিং কোচ হিসেবে শেন ম্যাকডারমটকেও নিয়োগ দেয় এসএলসি।
×