ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

তেল ট্যাঙ্কারের নিরাপত্তা নিশ্চিতে যুদ্ধজাহাজ পাঠাল ব্রিটেন

প্রকাশিত: ০৯:০৪, ৬ জানুয়ারি ২০২০

 তেল ট্যাঙ্কারের নিরাপত্তা নিশ্চিতে যুদ্ধজাহাজ পাঠাল ব্রিটেন

মার্কিন বিমান হামলায় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর কমান্ডার মেজর জেনারেল কাশেম সোলাইমানির মৃত্যুর ঘটনার পর পারস্য উপসাগরে ব্রিটিশ পতাকাবাহী জাহাজগুলোকে পাহারা দিতে সেখানে রাজকীয় যুদ্ধ জাহাজ পাঠিয়েছে যুক্তরাজ্য। যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস জানিয়েছেন, যুদ্ধ জাহাজটি কাশেম ব্রিটিশ পতাকাবাহী জাহাজ ও নাগরিকদের সুরক্ষা দেবে। বিবিসি। ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন টানা ১২ দিনের ছুটি কাটিয়ে লন্ডনে এসে পৌঁছেছেন এবং তিনি বিদেশী নেতাদের সঙ্গে সামনের দিনগুলোতে কথা বলবেন বলে জানা গেছে। জেনারেল সোলাইমানি চলতি সপ্তাহে মার্কিন ড্রোন হামলায় ইরাকের রাজধানী বাগদাদে নিহত হয়। তবে সোলাইমানি হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বর্তমানে উত্তেজনা বিরাজ করছে। আর তেহরানও এ হত্যার প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছে। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত শনিবার রাতে টুইটারে এক বার্তায় লিখেছেন, তেহরান কাশেম সোলাইমানি হত্যার প্রতিশোধ নিতে উদ্বুদ্ধ হলে ইরানের অন্তত ৫২টি স্থানে ‘দ্রুত ও কঠিন’ আঘাতত হানা হবে। বেন ওয়ালেস জানান, গত জুলাই ও নবেম্বর মাসে ইরান ব্রিটিশ তেলবাহী জাহাজগুলোকে যেভাবে আটক করেছিল, সেভাবে তারা যেন পুনরায় কোন ঘটনা না ঘটাতে পারেন এ জন্য এইচএমএস মনট্রস ও এইচএমএস ডিফেন্ডার যুক্তরাজ্যের পতাকাবাহী জাহাজগুলোকে সঙ্গ দেবে। তিনি আরও জানান, গত শুক্রবার তিনি মার্কিন প্রতিরক্ষামন্ত্রী মার্ক ইস্পারের সঙ্গে কথা বলেছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে তার সহযোগিতা চেয়েছেন। তবে ওয়ালেসের সঙ্গে আরও বলেন যে, ‘আন্তর্জাতিক আইনের আওতায় যুক্তরাষ্ট্র তাদের নাগরিদের জন্য হুমকি মোকাবেলায় আত্মরক্ষার সুযোগ নেবে।’ জনসন ক্যারিবিয়ন মাস্তিক দ্বীপে দুই সপ্তাহের ছুটি কাটিয়ে যুক্তরাজ্য পৌঁছেছেন। তবে তিনি ইরান কর্তৃক হুমকি ও যুক্তরাষ্ট্রের হামলার বিষয়ে জনসম্মুখে কোন মন্তব্য করেননি। এদিকে দেশটির লেবার পার্টির বিদায়ী নেতা জেরেমি করবিন প্রধানমন্ত্রীর ছুটি সংক্ষিপ্ত করে দেশে না ফেরায় ইতোমধ্যে কড়া সমালোচনা করেছেন এবং ইরাকে মার্কিন বিমান হামলা বিষয়ে তিনি জরুরীভিত্তিতে প্রাইভি কাউন্সিলের বৈঠক ডাকারও আহ্বান জানান। প্রাইভি কাউন্সিল মূলত রানীর উপদেষ্টা পরিষদ, যারা জরুরী প্রয়োজনে রানীকে বিভিন্ন বিষয়ে পরামর্শ দিয়ে থাকেন।
×