ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইন্দোনেশিয়ায় বন্যা ॥ মৃত বেড়ে ৪৩

প্রকাশিত: ০৯:১৫, ৪ জানুয়ারি ২০২০

ইন্দোনেশিয়ায় বন্যা ॥ মৃত বেড়ে ৪৩

ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার বন্যা পরিস্থিতি বিপজ্জনক রূপ নিয়েছে। বন্যায় মৃত বেড়ে ৪৩ জনে পৌঁছেছে। ভারি বর্ষণ অব্যাহত থাকায় জাকার্তার নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। খবর আলজাজিরার। হাজার হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। এই বন্যার মধ্যেই জাকার্তার মানুষ ইংরেজী নতুন বছরকে স্বাগত জানায়। জাকার্তার কয়েকশ’ মানুষ নতুন বছরে আতশবাজি পোড়াতে চাইলে পানির কারণে তা পারেনি। বন্যার কারণে অভ্যন্তরীণ বিমান চলাচল স্থগিত করা হয়েছে ফলে হাজার হাজার যাত্রীর বিমানের সিডিউল পরিবর্তন করতে হয়। ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের মুখপাত্র এ্যাঙ্গাস উইবো বলেন, জাকার্তার উপকণ্ঠের কোটা দিপক শহরের ৯০ শতাংশ জায়গা পানির নিচে চলে গেছে। নদীর পানির উচ্চতা ক্রমেই বাড়ছে। অনেক ঘরবাড়ি ধসে গেছে। এ্যাঙ্গাস উইবো আরও বলেন, গত ১৬ বছর কোটা দিপক এলাকায় এত ভয়াবহ বন্যা দেখা যায়নি।
×