ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ছাত্রলীগকে সুনামের ধারায় ফিরিয়ে আনতে হবে ॥ কাদের

প্রকাশিত: ১১:০৫, ২ জানুয়ারি ২০২০

ছাত্রলীগকে সুনামের ধারায় ফিরিয়ে আনতে হবে ॥ কাদের

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দুর্নামের একটি ধারা ছাত্রলীগের নামের সঙ্গে জড়িয়ে গেছে। তাই ছাত্রলীগকে সুনামের ধারায় ফিরিয়ে আনতে হবে। ছাত্রলীগকে সুনামের ধারায় ফিরে আনা, এটাই আমাদের প্রথম ও প্রধান কাজ। বুধবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্রলীগের ওরিয়েন্টেশন কোর্সের সূচনাপর্ব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে ছাত্রলীগের সাবেক এই সভাপতি বলেন, ছাত্রলীগের যে বিষয়টি আমাদের কাছে খুবই জরুরী সেটা হচ্ছে আচরণ ঠিক করা। আমাদের মনে রাখতে হবে যত ভালই উন্নয়ন হক, আচরণ খারাপ হলে ভাল উন্নয়ন মøান হয়ে যাবে। একটা খারাপ আচরণ ১০টা ভাল উন্নয়ন-অর্জনকে ঢেকে দিতে পারে। আমাদের নেত্রীর কোন একটা অর্জন পুরো জাতি প্রশংসার সঙ্গে দেখছে। সারা বাংলায় আলোচনা হচ্ছে। ঠিক তখনই এমন একটা কা-, একটা আচরণ বাস্তবে দেখতে পাই, যা আমাদের নেত্রীর সোনালি অর্জন নষ্ট হয়ে যাচ্ছে, মøান হয়ে যাচ্ছে। যেটা দেখে আমরা খুব কষ্ট পাই। আমরা মর্মাহত হই। কারণ আমরা যারা ছাত্রলীগ করেছি, আমাদের মন বিষাদে ভরে যায়। এটা আমরা আশা করি না। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্পষ্ট ভাষায় ছাত্রলীগের বর্তমান নেতাদের জানিয়ে দেন, বুয়েটে যারা ছাত্রলীগের পরিচয় দিয়ে আবরারকে হত্যা করে, এ ধরনের কর্মী আমাদের প্রয়োজন নেই। রাজশাহীতে পলিটেকনিকে একজন অধ্যক্ষকে যারা ছাত্রলীগের পরিচয়ে অপমান করল, এ ধরনের নেতা আমাদের প্রয়োজন নেই। গুটিকয়েকের জন্য গোটা দল দুর্নামের ভাগীদার হতে পারে না।
×