ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আকাশে ‘রিং অব ফায়ার’

প্রকাশিত: ০৮:৫৯, ২৮ ডিসেম্বর ২০১৯

আকাশে ‘রিং অব ফায়ার’

কক্ষপথ পরিক্রমায় কিছু সময়ের জন্য পৃথিবী আর সূর্যের মাঝে চলে এলো চাঁদ। তাতে পৃথিবীর মানুষের চোখে কিছু সময়ের জন্য আংশিক ঢাকা পড়ে গেল সূর্য। বছরের শেষ সূর্যগ্রহণ দেখতে বৃহস্পতিবার দিনের প্রথম ভাগে এশিয়ার নানা দেশের মানুষ সমবেত হয়েছিল খোলা জায়গায়। বলয় গ্রাসে পুরো সূর্য চাঁদের আড়ালে ঢাকা পড়ে না বলে চূড়ান্ত মুহূর্তে সূর্যের বাইরের অংশটি উজ্জ্বল বলয়ের আকারে দৃশ্যমান হয়। এ সূর্যগ্রহণকে তাই বলা হচ্ছে ‘রিং অব ফায়ার’।-বিবিসি
×