ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নাগরিকত্ব আইন নিয়ে নেতাজির বংশধরের প্রশ্ন

প্রকাশিত: ১১:২৪, ২৬ ডিসেম্বর ২০১৯

নাগরিকত্ব আইন নিয়ে নেতাজির বংশধরের প্রশ্ন

ভারতের সংশোধিত নাগরিকত্ব আইন নিয়ে যখন দেশজুড়ে চলছে বিক্ষোভ, ঠিক সেই সময় এই আইনের বিষয়ে জনগণকে বোঝাতে সোমবারই কলকাতার রাজপথে বিশাল মিছিল করে বিজেপি। সেই রেশ কাটার আগেই বিজেপি নেতা এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর আত্মীয় চন্দ্র কুমার বসু এবার এ নিয়ে প্রশ্ন উত্থাপন করলেন। আনন্দবাজার পত্রিকা। নেতাজির প্রপৌত্র চন্দ্র কুমার বসু ভারত এমন একটি দেশ যা সব ধর্ম এবং সম্প্রদায়ের জন্য উন্মুক্ত। পরিস্থিতি আছে, এমন লিখেই টুইট করলেন। যদি # সিএএ ২০১৯ কোন ধর্মের সঙ্গে সম্পর্কিত না হয় তবে আমরা কেন হিন্দু, শিখ, বৌদ্ধ, খ্রীস্টান, পার্সি ও জৈনদের কথা উল্লেখ করছি ! # মুসলিমদেরও কি অন্তর্ভুক্ত করা যায় না। আসুন বিষয়টিতে স্বচ্ছ থাকি, টুইট করেন তিনি। তিনি অন্য একটি টুইটে বলেন, ভারতের সমীকরণ করবেন না এবং এই দেশকে অন্য কোন দেশের সঙ্গে তুলনা করবেন না- কারণ এটা এমন একটি দেশ যেখানে সকল ধর্ম এবং সম্প্রদয়ের জন্য উন্মুক্ত। যদিও আইনটি ভারতীয় মুসলিমদের কোন ক্ষতি করবে না, এই কথা বলে সোশ্যাল মাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে প্রচার করছে বিজেপি।
×