ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

উপগ্রহ চিত্রে উ. কোরিয়ার ক্ষেপণাস্ত্র স্থাপনা

প্রকাশিত: ১১:২৩, ২৬ ডিসেম্বর ২০১৯

উপগ্রহ চিত্রে উ. কোরিয়ার ক্ষেপণাস্ত্র স্থাপনা

উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র সম্পৃক্ত কারখানায় একটি নতুন অবকাঠামোর চিত্র উঠে এসেছে উপগ্রহে। কারখানাটিতে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র নিক্ষেপণের জন্য ব্যবহৃত সামরিক যন্ত্রপাতি তৈরি করা হয়। প্ল্যানেট ল্যাবস থেকে গৃহীত কয়েকটি নতুন কাঠামোর চিত্র প্রকাশ পেয়েছে এমন এক উদ্বেগের মধ্যে যে সময় উত্তর কোরিয়া একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালাতে পারে। কারণ, দেশটি যুক্তরাষ্ট্রের সঙ্গে থেমে যাওয়া পরমাণু আলোচনায় বেশ কিছু সুবিধা অর্জন করতে চাইছে। টাইম। উত্তর কোরিয়া সতর্কতা উচ্চারণ করে বলেছে যে, যুক্তরাষ্ট্রের জন্য পিয়ংইয়ংয়ের ‘বড়দিনের উপহার’টি নির্ভর করে ওয়াশিংটন কী পদক্ষেপ নেবে তার ওপর। ১৯ ডিসেম্বর গৃহীত উপগ্রহ চিত্রগুলোর একটিতে দেখা যায়, পিয়ংইয়ংয়ের কাছে নির্মিত কারখানাটিতে একটি নতুন কাঠামো গড়ে উঠেছে। উত্তর কোরিয়া এখানে দীর্ঘপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের জন্য মোবাইল লাঞ্চার হিসেবে ব্যবহৃত ভেহিকল উন্নয়ন ও উৎপাদন করে বলে মনে করা হয়। উত্তর কোরিয়া বলেছে, নতুন বছর শুরু হওয়ার আগে পরমাণু আলোচনায় আরও সুবিধা পাওয়ার প্রস্তাবের জন্য যুক্তরাষ্ট্রের ওপর চাপ প্রয়োগের লক্ষ্যে দেশটির ও সাম্প্রতিক উদ্যোগ এবং তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জন্য বড়দিনের একটি উপহার পছন্দের প্রস্তুতি নিচ্ছে।
×