ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সিনিয়র সচিব হলেন ৭ কর্মকর্তা

প্রকাশিত: ০৬:০১, ২৪ ডিসেম্বর ২০১৯

সিনিয়র সচিব হলেন ৭ কর্মকর্তা

অনলাইন রিপোর্টার ॥ সাতজন সচিবকে সিনিয়র সচিব করেছে সরকার। জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে সোমবার (২৩ ডিসেম্বর) তাদেরকে সিনিয়র সচিব করে আদেশ জারি করা হয়। প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব সাজ্জাদুল হাসান, পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) শাহিন আহমেদ চৌধুরী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব মো. মহিবুল হক, রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. মোফাজ্জেল হোসেন, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. রইছউল আলম মন্ডল, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহম্মদ, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেনকে সিনিয়র সচিব করা হয়েছে। এই কর্মকর্তাদের আগের কর্মস্থলেই সিনিয়র সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। সরকারে এখন সিনিয়র সচিবের সংখ্যা ১৮ জন। মহাজোট সরকার বিগত সময়ে সিনিয়র সচিবের পদ সৃষ্টি করে। তাদের পদমর্যাদা মন্ত্রিপরিষদ সচিব ও সচিবদের মাঝামাঝি।
×