ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

বাবলুর মনোনয়ন প্রত্যাহার

চট্টগ্রাম-৮ আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে

প্রকাশিত: ১০:২৩, ২৩ ডিসেম্বর ২০১৯

  চট্টগ্রাম-৮ আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম-৮ (চান্দগাঁও- বোয়ালখালী) আসনের উপ-নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু। রবিবার তিনি তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। ফলে এ আসনে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগ ও বিএনপি প্রার্থীর মধ্যে। ঘোষিত তফসিল অনুযায়ী রবিবার ছিল মনোনয়ন প্রত্যাহারের শেষদিন। এ দিনই তিনি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন। দলের কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বলে জানিয়েছেন বাবলু। আগামী ২৮ ডিসেম্বর জাতীয় পার্টির সম্মেলন অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যস্ততার কারণেই দলের চেয়ারম্যান তাকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে বলেছেন বলে তিনি জানান। তবে কারও সমর্থনে এ মনোনয়নপত্র প্রত্যাহার করা হয়নি। উল্লেখ্য, ব্যাংক ঋণ সংক্রান্ত জটিলতায় জিয়াউদ্দিন আহমদ বাবলুর মনোনয়নপত্র বাতিল হয়েছিল। পরে তিনি আপীলের মাধ্যমে প্রার্থিতা ফিরে পান। এতে করে ধারণা হয়েছিল চান্দগাঁও-বোয়ালখালী আসনের উপ-নির্বাচনে তিন হেভিওয়েট প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে। চট্টগ্রাম-৮ আসনের উপ-নির্বাচনে মোট আট প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তারা হলেন আওয়ামী লীগের মোসলেম উদ্দিন আহমেদ, বিএনপির আবু সুফিয়ান, জাতীয় পার্টির জিয়া উদ্দিন আহমেদ বাবলু, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) আবুল কালাম আজাদ, ন্যাপের বাপন দাশ গুপ্ত, গণফোরামের উত্তম কুমার চৌধুরী, ইসলামিক ফ্রন্টের ফরিদুল আলম এবং স্বতন্ত্র প্রার্থী এমদাদুল হক। গত ৭ নবেম্বর সংসদ সদস্য জাসদ নেতা মইনউদ্দিন আহমেদ বাদলের মৃত্যুতে শূন্য হয় চট্টগ্রাম-৮ আসন।
×