ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শানাকা, রাজাপাকসের বদলে কুমিল্লায় থারাঙ্গা, ভিসে

প্রকাশিত: ১১:৫৫, ২২ ডিসেম্বর ২০১৯

শানাকা, রাজাপাকসের বদলে কুমিল্লায় থারাঙ্গা, ভিসে

স্পোর্টস রিপোর্টার ॥ চলমান বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) চট্টগ্রাম পর্ব শেষ হবে ২৪ ডিসেম্বর। চট্টগ্রাম ধাপের শেষ ম্যাচটি রাজশাহী রয়্যালসের বিপক্ষে খেলবে কুমিল্লা ওয়ারিয়র্স। সেই ম্যাচটির পরই কুমিল্লার শ্রীলঙ্কান অধিনায়ক দাসুন শানাকা দেশে ফিরে যাবেন। তার সঙ্গে দেশে ফিরে যাবেন একই দলের ভানুকা রাজাপাকসে। তারা আসন্ন ভারত সফরের জন্য শ্রীলঙ্কা জাতীয় দলের ক্যাম্পে ডাক পেয়েছেন। তাই তারা ২৫ ডিসেম্বর কুমিল্লা দলের সঙ্গে ঢাকা পৌঁছেই ফিরে যাবেন দেশে। এ দুই ক্রিকেটারের অভাব পূরণের জন্য ইতোমধ্যেই আরেক অভিজ্ঞ শ্রীলঙ্কান ব্যাটসম্যান উপুল থারাঙ্গা ও দক্ষিণ আফ্রিকার পেস অলরাউন্ডার ডেভিড ভিসেকে দলে টেনেছে কুমিল্লা। দলটির উপদেষ্টা মিনহাজুল আবেদিন নান্নু বিষয়টি নিশ্চিত করেছেন। বঙ্গবন্ধু বিপিএলের চট্টগ্রাম পর্ব শেষ হবে ২৪ ডিসেম্বর। কুমিল্লার আর একটি ম্যাচ রয়েছে শেষদিনে। শুরু থেকেই কুমিল্লাকে নেতৃত্ব দিচ্ছেন শানাকা। রংপুর রেঞ্জার্সের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে ব্যাট হাতে ঝড় (৩১ বলে ৭৫*) তুলে দলকে জেতান অধিনায়ক। তার নেতৃত্বে দুর্দান্তই খেলছে কুমিল্লা। কিন্তু চট্টগ্রাম পর্ব শেষে আর তাকে পাবে না দলটি। ওপেনার রাজাপাকসেও ভাল খেলছিলেন, তিনিও শানাকার সঙ্গে দেশে ফিরে যাবেন। জানুয়ারিতে ভারত সফরের জন্য অনুশীলন ক্যাম্প করবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। সেখানেই যোগ দিতে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) এ দুই ক্রিকেটারকে ডেকেছে। ৫ জানুয়ারি গুয়হাটিকে প্রথম টি২০ ম্যাচ হওয়ার কথা দু’দলের মধ্যে। এ কারণে দুই ক্রিকেটারের ঘাটতি পূরণে আরেক লঙ্কান অভিজ্ঞ ব্যাটসম্যান থারাঙ্গা ও প্রোটিয়া পেস অলরাউন্ডার ভিসেকে দলে নেয়া নিশ্চিত করেছে কুমিল্লা। নান্নু জানিয়েছেন থারাঙ্গা ও ভিসে আগামী ২৬ ডিসেম্বরই ঢাকা এসে পৌঁছুবেন।
×