ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জামেয়া মিল্লিয়ার ৩ শিক্ষার্থীর দেহে গুলির ক্ষত

প্রকাশিত: ০৯:০৮, ১৮ ডিসেম্বর ২০১৯

জামেয়া মিল্লিয়ার ৩ শিক্ষার্থীর দেহে গুলির ক্ষত

ভারতে নাগরিকত্ব আইনের প্রতিবাদে দিল্লীর জামেয়া মিল্লিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষের ঘটনায় ৩ জন বিক্ষোভকারীর দেহে গুলির ক্ষত পাওয়া গেছে। তবে বিক্ষোভে গুলি চালানোর কথা পুরোপুরি অস্বীকার করেছে পুলিশ। এ নিয়ে দেশজুড়ে শুরু হয়েছে বিতর্ক। এনডিটিভি। রবিবারের ওই সংঘর্ষের ঘটনায় বহু শিক্ষার্থী ও পুলিশ সদস্য আহত হন। দিল্লীর সফদরজং সরকারী হাসপাতালে চিকিৎসা নিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের দু’জনের গায়ে গুলির ক্ষত থাকার বিষয়ে নিশ্চিত করেছেন হাসপাতালের মেডিক্যাল সুপারিনটেনডেন্ট। দু’জনেই বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন।, ভর্তি হওয়া ওই দুই শিক্ষার্থীর মধ্যে একজন জামেয়া মিল্লিয়া বিশ্ববিদ্যালয়ের বিএ শিক্ষার্থী ২২ বছর বয়সী আজাজ। তিনি আহত হয়ে সফদরজং হাসপাতালের জেনারেল ওয়ার্ডে ভর্তি হন। আজাজের পরিবারের অভিযোগ, রবিবার সন্ধ্যায় তার বুকে গুলি লেগেছিল। অথচ বিক্ষোভে তার কোন ভূমিকাই ছিল না। এ ঘটনায় পুলিশ গুলির বিষয়টি এড়িয়ে ক্ষতের জন্য অন্য নানারকম অজুহাত দিয়ে শেষমেশ বলেছে, এগুলো টিয়ারশেলের আঘাত।
×