ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

চীনপন্থী ব্যবসায়ীদের বেকায়দায় ফেলতে নতুন কৌশল

প্রকাশিত: ০৯:০৭, ১৮ ডিসেম্বর ২০১৯

চীনপন্থী ব্যবসায়ীদের বেকায়দায় ফেলতে নতুন কৌশল

হংকং বিক্ষোভকারীরা ধীরে ধীরে চীনের বিরুদ্ধে তাদের প্রতিবাদের ধরন পাল্টাচ্ছে। হলুদ রং এখন হয়ে উঠেছে তাদের প্রতিবাদের ভাষা। বিভিন্ন খাদ্য পণ্যের দোকান, বার, অন্যান্য ব্যবসা কেন্দ্র এমনকি সেক্সটয়ের দোকানগুলোতেও এখন হলুদ রং দিয়ে মুড়ে ফেলা হচ্ছে। খবর এপির। হংকংয়ের বিক্ষোভকারীরা হলুদ রঙকে তাদের প্রতিবাদের ভাষা মনে করে। হলুদ রঙয়ের ট্যাগ লাগানো দোকানগুলো থেকে পণ্য কেনাকে তারা চলমান চীন বিরোধী আন্দোলনে সমর্থন যোগানোর অংশ মনে করছে। বিক্ষোভে সমর্থনকারী দোকানগুলোতে মন্তব্য লেখার জন্য একটি আলাদা খাতা রাখা হয়েছে। বিক্ষোভ সমর্থনকারীরা এসব দোকান থেকে পণ্য খরিদ করে ওই খাতায় মন্তব্য লিখছে। কিছু দোকানে লাউড স্পীকারের সাহায্যে ‘গ্লোরি অব হংকং’ গান বাজানো হচ্ছে। এই গানটি হংকং বিক্ষোভকারীদের মূল সঙ্গিত হিসেবে পরিচিত। আবার চীন বিরোধী সমাবেশের সময় বিনামূল্যে কোমল পানীয় বিতরণ করছে অনেক দোকান। বিক্ষোভকারীরা মোবাইলের এ্যাপের সাহায্যে তাদের বিক্ষোভে সমর্থক দোকান থেকে কেনাকাটা করার আহ্বান জানাচ্ছে। এ্যাপের সাহায্যে এসব দোকানের অবস্থান চিনিয়ে দেয়া হচ্ছে। হংকংয়ের জন্য একটি হলুদ অর্থনীতি গড়ার প্রত্যয়ে বিক্ষোভকারীরা এই পদক্ষেপ নিয়েছে। এসব দোকান হংকং বিক্ষোভে অর্থ সহায়তা ও সমর্থন যোগাচ্ছে। চীন বিরোধী বিক্ষোভকারীরা লাইন ধরে মিষ্টি দুধ, চা ও অন্যান্য পণ্য কিনছে। ওই সব দোকানের ওপর ব্যানারে লেখা রয়েছে, ‘পারমাণবিক হামলার শিকার হলেও আমরা তোমাদের পাশে রয়েছি।’ বিক্ষোভ সমর্থিত দোকানগুলো অনেক দূরে হলেও প্রতিবাদকারীরা তৃষ্ণা মেটাতে সেসব দোকানেই যাচ্ছে। দোকানগুলোতে চীনপন্থীরা না আসলেও দোকানিরা বিক্ষোভকারীদের কাছে সওদা বেচতে অপেক্ষা করছে। চীন বিরোধী বিক্ষোভকারীরা বিক্ষোভের আঁচ এখন রাজপথ থেকে অন্যত্রও ছড়িয়ে দিতে চাইছে। বিক্ষোভ বিরোধীদের বিরুদ্ধে তারা এই ধরনের অভিনব প্রতিবাদ ছড়িয়ে দিচ্ছে। চীনপন্থী ব্যবসায়ীদের বেকায়দায় ফেলতে তারা এই পদক্ষেপ নিয়েছে। অপরদিকে চীন সমর্থক দোকানগুলোতে নীল স্টিকার সেঁটে দেয়া হয়েছে। ওই সব দোকান থেকে পণ্য না কিনতে বিক্ষোভকারীদের উৎসাহ দেয়া হচ্ছে। চলতি বছরের জুন মাস থেকে হংকংয়ে এই চীন বিরোধী বিক্ষোভ শুরু হয়।
×