ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নির্বাচিত হওয়ার পর ট্রাম্পের সঙ্গে কথা বললেন জনসন

প্রকাশিত: ০৯:০৭, ১৮ ডিসেম্বর ২০১৯

নির্বাচিত হওয়ার পর ট্রাম্পের সঙ্গে কথা বললেন জনসন

ব্রিটেনের নতুন রাজনৈতিক দৃশ্যপট রূপায়ণ সোমবার শুরু হয়েছে। বিজয়ী প্রধানমন্ত্রী বরিস জনসন এদিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বাণিজ্য বিষয় নিয়ে আলোচনা করেছেন এবং তার কনজারভেটিভ পার্টির নতুন আইন প্রণেতাদের কাছে এ আলোচনা এক শক্তি যুগিয়েছে। দলের নতুন এমপিদের সংখ্যা বেশ বড়, ১০৯ জন। বিকেলে অনুষ্ঠানে তাই সংগঠকদের অতিরিক্ত ৫০ বোতল মদের ব্যবস্থা করতে হবে। ব্রিটিশ টেবলয়েড পত্রিকাগুলো এ কথা বলেছে। এপি। সকল দলের এমপিরা পার্লামেন্টের নতুন অধিবেশনের প্রথমদিন মঙ্গলবার শপথ গ্রহণ করবেন। জনসনের কনজারভেটিভ পার্টি গত সপ্তাহের সাধারণ নির্বাচনে প্রত্যাশার চেয়ে বেশি সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। ইইউয়ের সঙ্গে ব্রেক্সিট চুক্তি বাস্তবায়নে পার্লামেন্টে অনুমোদনের জন্য তার প্রচেষ্টা উদ্দীপনা পাবে। ৬৫০ আসন বিশিষ্ট হাউস অব কমনসে কনজারভেটিভ পার্টির সদস্য সংখ্যা মোট ৩৬৫টি। এ নিরঙ্কুশ বিজয়ের পর জনসন ব্রেক্সিট বাস্তবায়নের জন্য তার প্রচারমন্ত্র দ্রুত কার্যকর করার পরিকল্পনা নিচ্ছেন। চূড়ান্ত সময়সীমা ৩১ জানুয়ারির মধ্যে ঐতিহাসিক ইইউ ত্যাগ সম্পন্ন করার জন্য যুক্তরাজ্যের জন্য ব্রেক্সিট চুক্তি বিল যথাসময়ে পাস নিশ্চিত করতে হবে। জনসনের মুখপাত্র জেমস স্লাক বলেন, সরকার শুক্রবার ইইউ প্রত্যাহার চুক্তি বিল উপস্থাপন করবে। কনজারভেটিভদের ব্যাপক সংখ্যাগরিষ্ঠতার কারণে বিলটি প্রচুর সমর্থনে পাস হবে বলে প্রত্যাশা রয়েছে। জনসনের ডাউনিং স্ট্রিট অফিস বলেছে, ব্রেক্সিট সমর্থক ট্রাম্প সোমবার কথা বলার সময় জনসনকে আবারও অভিনন্দন জানিয়েছেন। জনসনের অফিস বলেছে, দুই নেতা উচ্চাভিলাষী অবাধ বাণিজ্য চুক্তি বিষয়ে আলোচনাসহ নিরাপত্তা ও বাণিজ্যের মতো বিভিন্ন বিষয়ের ওপর অব্যাহত সহযোগিতার জন্য প্রত্যাশ, ব্যক্ত করেছেন।
×