ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

নাগরিকত্ব আইনের বিরুদ্ধে সুপ্রীমকোর্টে তৃণমূল সাংসদ

প্রকাশিত: ০৮:৫২, ১৪ ডিসেম্বর ২০১৯

  নাগরিকত্ব আইনের বিরুদ্ধে সুপ্রীমকোর্টে তৃণমূল সাংসদ

মোদি সরকারের নাগরিকত্ব আইনকে চ্যালেঞ্জ করে সুপ্রীমকোর্টের দ্বারস্থ হলেন তৃণমূল কংগ্রেসের সংসদ সদস্য মহুয়া মৈত্র। আইনটি অসাংবিধানিক এই যুক্তিতে মামলার জরুরী শুনানির আবেদন করেন তিনি। মৈত্রের আইনজীবী সুপ্রীমকোর্টকে জানান, শুক্রবার বা ১৬ ডিসেম্বর শুনানির জন্যে তালিকাভুক্ত করার কথা তিনি জানিয়েছেন। তবে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের করা মামলাটি শীর্ষ আদালতে গৃহীত হলেও জরুরী ভিত্তিতে শুনানির আবেদন খারিজ করেছেন প্রধান বিচারপতি এসএ বোবদের নেতৃত্বাধীন বেঞ্চ। গত বৃহস্পতিবার রাষ্ট্রপতি নাগরিকত্ব সংশোধনী বিলে সম্মতি দিলে সেটি আইনে পরিণত হয়। আইনানুযায়ী, ২০১৪-এর ৩১ ডিসেম্বর পর্যন্ত, পাকিস্তান, আফগানিস্তান এবং বাংলাদেশ থেকে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে যে সমস্ত অ-মুসলিমরা ভারতে এসেছেন, তাদের অবৈধ অনুপ্রবেশকারী বলে ভাবা হবে না, বরং তাদের ভারতীয় নাগরিকত্ব দেয়া হবে। -এনডিটিভি
×