ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রাহুলের ‘রেপ ইন ইন্ডিয়া’ মন্তব্যে লোকসভায় বিতর্ক

প্রকাশিত: ০৮:৪৯, ১৪ ডিসেম্বর ২০১৯

  রাহুলের ‘রেপ ইন ইন্ডিয়া’ মন্তব্যে   লোকসভায় বিতর্ক

ভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধীর ‘রেপ ইন ইন্ডিয়া’ মন্তব্যের জেরে বিতর্কে উত্তাল দেশটির সংসদ। লোকসভায় রাহুলকে তীব্র আক্রমণ করেন স্মৃতি ইরানিসহ বিজেপি সাংসদরা। বৃহস্পতিবার ঝাড়খণ্ডের একটি সভায় ওই মন্তব্য করেন রাহুল। তাকে ক্ষমা চাওয়ার দাবিতে তুমুল হই হট্টগোলর করেন শাসক দলের সাংসদরা। তার জেরে দুপুর পর্যন্ত লোকসভার অধিবেশন মুলতবি করে দেন স্পিকার ওম বিড়লা। যদিও রাহুল তার অবস্থানে অনড় থেকে সংসদের বাইরে বলেছেন, তিনি ক্ষমা চাইবেন না। তিনি বলেন, ‘আমি ক্ষমা চাইব না।’ পাল্টা আক্রমণ করে তিনি বলেন, ‘আমি আপনাদের দেখিয়ে দেব, নরেন্দ্র মোদি দিল্লীকে ‘রেপ ক্যাপিটাল’ বলেছিলেন। আসল ইস্যু হচ্ছে অসম জ্বলছে। সেটা থেকে নজর ঘোরাতেই এটা করা হচ্ছে। খবর আনন্দবাজার। বিজেপি বলেছে, এই মন্তব্য করে ধর্ষণে উস্কানি দিয়েছেন রাহুল। স্মৃতি ইরানি বলেন, ‘দেশের ইতিহাসে এই প্রথম কোন নেতা আহ্বান জানালেন, মহিলাদের ধর্ষণ করুন। এটাই কি রাহুলের বার্তা দেশকে? তার শাস্তি হওয়া উচিত।’ তিনি আরও বলেন, ‘সব মানুষ ধর্ষক নন। এটা দেশবাসীর অপমান।’
×