ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শুরু হলো কলেজ রাগবি

প্রকাশিত: ১২:০৭, ১৩ ডিসেম্বর ২০১৯

 শুরু হলো কলেজ রাগবি

স্পোর্টস রিপোর্টার ॥ বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুরের সরকারী শারীরিক শিক্ষা কলেজ মাঠে শুরু হয়েছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অনুর্ধ-২০ বালক কলেজ রাগবি প্রতিযোগিতা। তিনদিনব্যাপী এই আসরে চারটি গ্রুপে মোট ১৬টি দল প্রতিদ্বন্দ্বিতা করছে। গতকাল প্রধান অতিথি হিসেবে আসরের উদে¦াধন করেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের নির্বাহী পরিচালক সৈয়দ ওয়াসেক মোহাম্মদ আলী। আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়ন সাধারণ সম্পাদক মৌসুম আলী। ১৬টি কলেজ দল নিয়ে এই প্রতিযোগিতা শুরু হয়েছে। অংশগ্রহণকারী কলেজসমূহের নাম কবি নজরুল সরকারী কলেজ, আর.সি.সি.আই পাবলিক স্কুল এ্যান্ড কলেজ (রংপুর), গাজিরচট এএম উচ্চ বিদ্যালয় ও কলেজ, ঢাকা ইম্পিরিয়াল কলেজ, হাইমচর সরকারী মহাবিদ্যালয়, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ, গাজিরচট উত্তর মাদিনাতুল উলুম ইসলামী আলিয়া মাদ্রাসা, ঢাকা সিটি কলেজ, সরকারী বাংলা কলেজ, সরকারী তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ কলেজ, ঢাকা কমার্স কলেজ, সেন্ট গ্রেগরী স্কুল এ্যান্ড কলেজ, ক্যামব্রিয়ান স্কুল এ্যান্ড কলেজ, মোহাম্মদ প্রিপারেটরী স্কুল এ্যান্ড কলেজ এ্যান্ড দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজ ।
×