ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নাফটা প্রতিস্থাপন

প্রকাশিত: ০৯:১৪, ১২ ডিসেম্বর ২০১৯

নাফটা প্রতিস্থাপন

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা নাফটা চুক্তির বদলে নতুন একটি ত্রিদেশীয় বাণিজ্য চুক্তি করতে সম্মত হয়েছে। চুক্তিটির নাম ইউএসএমসিএ (ইউনাইটেড স্টেটস-মেক্সিকো-কানাডা)। ওয়াশিংটনে মঙ্গলবার প্রতিনিধি পরিষদের স্পীকার ন্যান্সি পেলোসি চুক্তির রূপরেখা উন্মোচন করেন। এদিন বিকেলে মেক্সিকো সিটিতে মেক্সিকান ও মার্কিন কর্মকর্তা এবং কানাডার উপপ্রধানমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ড আনুষ্ঠানিকভাবে চুক্তির বিষয়বস্তু চূড়ান্ত করার কথা জানান। - টরন্টো স্টার বাণিজ্যিক বৈদ্যুতিক প্লেন বিশ্বের প্রথম বাণিজ্যিক বৈদ্যুতিক প্লেনের উড্ডয়ন শুরু হয়েছে কানাডায়। মঙ্গলবার ভ্যাঙ্কুভার থেকে নিকটবর্তী একটি প্রশান্ত মহাসাগরীয় দ্বীপে অবতরণ করে। যাত্রীরা সেখানে একটি স্কি রিসোর্টে যান। কানাডার হারবার এয়ারের সঙ্গে যৌথ উদ্যোগে সিয়াটল ভিত্তিক ফার্ম ম্যাগনি এক্স এই ফ্লাইট পরিচালনা করে। আন্তর্জাতিক বেসামরিক বিমান উড্ডয়ন সংস্থা (আইসিএও) এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেছে এটি একটি পরিবেশবান্ধব উদ্যোগ। -এএফপি
×