ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সরকারের গোপন তথ্য ফাঁস করবিনের

প্রকাশিত: ০৯:৩৬, ৮ ডিসেম্বর ২০১৯

সরকারের গোপন তথ্য ফাঁস করবিনের

ব্রিটেনের বিরোধী লেবার পার্টির নেতা জেরেমি করবিন সরকারের একটি গোপনীয় নথি ফাঁস করে দাবি করেছেন, প্রধানমন্ত্রী বরিস জনসন বেক্সিট পরিকল্পনা ও উত্তর আয়ারল্যান্ডে তাদের প্রভাবের বিষয়ে জনগণকে বিভ্রান্ত করেছেন। বিজনেস ইনসাইডার। নথিগুলো শুক্রবার একটি অনুষ্ঠানে সাংবাদিকদের হাতে তুলে দেয়া হয়। এতে উত্তর আয়ারল্যান্ড ও যুক্তরাজ্যের অন্য অংশের মধ্যে বাণিজ্যের বিষয়ে জনসনের বেক্সিট পরিকল্পনার প্রভাবের গোপন কোষাগার বিশ্লেষণ রয়েছে। ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে চুক্তির শর্তে প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি নিয়েছিলেন বেক্সিটের পরে আইরিশ সমুদ্র পার হয়ে বাণিজ্যের বিষয়ে কোন বাধা থাকবে না। বলা হয়েছে, নথিগুলো থেকে নিশ্চিত হওয়া গেছে উত্তর আয়ারল্যান্ড ও গ্রেট ব্রিটেনের মধ্যে শুল্ক ঘোষণা ও অন্যান্য আনুষ্ঠানিকতার কথা রয়েছে। ১৫ পৃষ্ঠার নথিতে সতর্ক করা হয়েছে বেক্সিট চুক্তি উত্তর আয়ারল্যান্ড ও গ্রেট ব্রিটেনের মধ্যে নতুন বাধা সৃষ্টি করবে যা উত্তর আইরিশ অর্থনীতিতে বাধাগ্রস্ত হবে।
×