ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দাবানলের প্রভাবে লাল হয়ে যাচ্ছে নিউজিল্যান্ডের হিমবাহ

প্রকাশিত: ০৯:৩৬, ৮ ডিসেম্বর ২০১৯

দাবানলের প্রভাবে লাল হয়ে যাচ্ছে নিউজিল্যান্ডের হিমবাহ

অস্ট্রেলিয়ায় চলমান দাবানলের প্রভাব প্রতিবেশী নিউজিল্যান্ডের প্রকৃতিতেও দেখা যাচ্ছে। দেশটির বিখ্যাত কয়েকটি হিমবাহের রং বদলে গেছে। হিমবাহগুলোর কয়েকটির রং স্ফটিক/স্বচ্ছের পরিবর্তে লাল ও হলুদ হয়ে গেছে। ভ্রমণ বিষয়ক ফটোগ্রাফার ও ব্লগার লিজ কার্লসনের ক্যামেরায় হিমবাহের এই চিত্র ধরা পড়েছে। খবর সিএনএনের। নিউজিল্যান্ডের দক্ষিণের দ্বীপ মাউন্ট এ্যাসপায়ারিং জাতীয় উদ্যানের ওপর হেলিকপ্টার থেকে লিজ কার্লসন এই ছবি তোলেন। ২৮ নবেম্বর তোলা এসব ছবি ভালমত পরীক্ষা করে দেখা যায়, হিমবাহগুলোর রং লাল ও হলুদ হয়ে গেছে। তিনি বলেন, কিচনার হিমবাহের ওপর দিয়ে যাওয়ার সময় আমরা হিমবাহের রং পরিবর্তনের এই দৃশ্য দেখতে পাই। হিমবাহের রং লাল হয়ে যাওয়ার বিষয়টি সত্যিই কষ্টদায়ক। আমি আগে এই ধরনের দৃশ্য দেখিনি। লিজ কার্লসন বলেন, গ্রীষ্মকালের শেষপ্রান্তে হিমবাহগুলো নোংরা হয়ে যায়। এতে কিছুটা ধূসর রং ধারণ করতে পারে।
×