ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বড় ব্যবধানে জিতেও উদ্বিগ্ন বাশার-তানভীর!

প্রকাশিত: ১৩:০৩, ৫ ডিসেম্বর ২০১৯

বড় ব্যবধানে জিতেও উদ্বিগ্ন বাশার-তানভীর!

স্পোর্টস রিপোর্টার, কাঠমান্ডু, নেপাল থেকে ॥ দুই শক্তিশালী-ফেবারিট ভারত-পাকিস্তান নেই। চ্যালেঞ্জ বলতে একমাত্র শ্রীলঙ্কা। বাকি তিন দল নেপাল, মালদ্বীপ ও ভুটান হুমকি হতে পারে- এমন ধারণা পোষণ করার সংখ্যা বোধকরি একজনও পাওয়া যাবে না। সবকিছু বিবেচনা করলে বাংলাদেশ দলই যে এসএ গেমসের পুরুষ ক্রিকেটের ফাইনালে উঠবে এবং চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদক নিজেদের করে নেবে দ্বিতীয়বারের মতো, এটাই অনুমেয়। বুধবার কাঠমান্ডুর ত্রিভুবন ইউনিভার্সিটি ক্রিকেট গ্রাউন্ডে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপকে ১০৯ রানে উড়িয়ে দিয়েছে লাল-সবুজবাহিনী। পাহাড় কেটে বানানো নয়নাভিরাম স্টেডিয়ামে শান্ত-সৌম্যদের খেলা দেখে মনে হয়েছে তারা একদমই নির্ভার, চাপমুক্ত। কিন্তু খেলা শেষে দলের ম্যানেজার ও সাবেক তারকা ক্রিকেটার হাবিবুল বাশার সুমনের সঙ্গে কথা বলে ধারণাটা পাল্টে গেল। কেননা পিচের চরিত্র নিয়ে তিনি বেশ উদ্বেগই প্রকাশ করেছেন। এ প্রসঙ্গে বিসিবির অন্যতম এই নির্বাচক বলেন, ‘প্রেসবক্সে বসে তো আপনারা পিচের আচরণ দেখেছেন। এখানে ব্যাট করা অনেক কঠিন। এসব উইকেটে খেলা মানে বড়-ছোট দলের তফাত অনেকাংশে কমে যাওয়া। পরিষ্কার বোঝা যাচ্ছে, এখানে যতই খেলা হবে ততই পিচের অবস্থা আরও খারাপ হবে। তাই পিচ নিয়ে দুশ্চিন্তাটা রয়েই গেল।’ সুমসের কথাকে উড়িয়ে দেয়া যাচ্ছে না। আসলেই পিচে যথেষ্ট ঘূর্ণি। সহসাই লাফিয়ে ওঠছে বল। কখনও দ্রুতগতিতে, কখনও আবার ধীরগতিতেও ব্যাটে আসছে বল। এমন উইকেট তো স্পিনারদের জন্য পোয়াবারো হবেই। আর হয়েছেও তাই। বোলিং জাদু দেখিয়েছেন ন্যাটা স্পিনার তানভীর হাসান। তিনি একাই কব্জা করেছেন পাঁচ উইকেট। তার সতীর্থ অন্য স্পিনাররাও (আকিফ, আফ্রিদি ও সৌম্য) বাকি উইকেটগুলো ভাগাভাগি করে নিয়েছেন। ম্যাচসেরা তানভীরের কণ্ঠেও শোনা গেছে সুমনের কথার সুর, ম্যাচশেষে তিনি জনকণ্ঠকে বলেন, ‘বড় জয়ে শুরু করতে পারায় খুশি হয়েছি। তবে উইকেট নিয়ে কিছুটা উদ্বিগ্নও আছি। আমাদের ব্যাটসম্যানদের জন্য পরের ম্যাচগুলোতে এই পিচে ব্যাটিং করা খুব কঠিন হবে।’ উইকেট মন্থর বলেই মালদ্বীপের মতো দুর্বল দলের বিরুদ্ধে টসে জিতে আগে ব্যাটিং করেও তেমন বড় স্কোর গড়তে পারেনি বাংলাদেশ। ২০ ওভারে ৪ উইকেটে ১৭৪ রান করে। একজনও হাঁকাতে পারেননি অর্ধশতক। মালদ্বীপ নতুন দল। তারা কখনই এই রান তাড়া করার চেষ্টা করেনি। তাদের লক্ষ্য ছিল পুরো ২০ ওভার ব্যাটিং করা। কিন্তু সেটিও তারা করতে পারেনি বাংলাদেশের স্পিনারদের দুরন্ত বোলিংয়ে। ১৯.২ ওভারে তারা প্যাকেটবন্দী হয়ে যায় মাত্র ৬৫ রানে। সিঙ্গেল লীগভত্তিক ম্যাচে কাল ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ অনুর্ধ-২৩ জাতীয় ক্রিকেট দল। ইর্মার্জিং এশিয়া কাপের সব ম্যাচেই পরে ব্যাট করেছিল বাংলাদেশ। অনেকটা ব্যাটিং অনুশীলনের জন্যই এদিন দুর্বল এবং অনঅভিজ্ঞ প্রতিপক্ষ মালদ্বীপের বিপক্ষে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক শান্ত। প্রতিপক্ষ শ্রীলঙ্কা হলে স্পিন ট্র্যাকে আগে ব্যাটিং করার ঝুঁকি নিতেন না বলে ম্যাচ শেষে জানিয়েছেন অধিনায়ক শান্ত। বোলিং করতে এসেই বাংলাদেশকে সফলতা এনে দেন তানভীর। বোল্ড করেন ১৬ বলে ১০ রান করা হাসানকে। এরপর প্রতি ওভারেই উইকেট নিয়েছেন এ স্পিনার। মালদ্বীপের প্রথম পাঁচ উইকেটই শিকার করেন তিনি। স্কোর ॥ টস : বাংলাদেশ। বাংলাদেশ : ১৭৪/৪; ২০ ওভার, শান্ত ৪৯, সৌম্য ৪৬, নাইম ৩৮, আফিফ ১৬, ইয়াসির ১২*, জাকির ৪*; ইব্রাহিম ১/৩১, মাহফুজ ১/৩২, আজায়ান ১/৩৪; মালদ্বীপ : ৬৫/১০; ১৯.২ ওভার (আলি ইভান ১২, হাসান ১০; তানভীর ৫/১৯, আফিফ ২/৭, আফ্রিদি ২/১৭, সৌম্য ১/১৫); ফল : বাংলাদেশ ১০৯ রানে জয়ী। ম্যাচসেরা: তানভীর ইসলাম।
×