ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

মেয়াদোত্তীর্ণ খাবার

ডমিনাস পিৎজার ম্যানেজারকে কারাদন্ড

প্রকাশিত: ০৯:২৯, ৩ ডিসেম্বর ২০১৯

 ডমিনাস পিৎজার ম্যানেজারকে কারাদন্ড

স্টাফ রিপোর্টার ॥ ডমিনাস পিৎজা কর্তৃপক্ষ সব সময়ই জোর গলায় দাবি করত- এটি বিশ্বখ্যাত ব্র্যান্ডের একটি লোকাল চেন। সেরা পাচক দিয়ে মানসম্মত সুস্বাদু খাবার তৈরির জন্যই ডমিনাস পিৎজার এত সুখ্যাতি। রাজধানীতে বেশ কয়েকটি শাখাও রয়েছে এই চেনের। চলেও বেশ রমরমা। দামও বেশ চড়া। এত দামী খাবার যেখানে তৈরি করা হয় সেখানকার পরিবেশটা কেমন তা সরেজমিনে পরিদর্শন করতে হাজির হয় নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ভ্রাম্যমাণ আদালত। তারপর বিজ্ঞ ম্যাজিস্ট্রেট যা দেখলেন তাতে হতবাক। চরম দুর্গন্ধযুক্ত ও মেয়াদোত্তীর্ণ খাবার দেখে তাৎক্ষণিক পাঁচ দিনের জেল দেয়া হয় ডমিনাস পিৎজার ম্যানেজার সজীব হোসেনকে। সোমবার দুপুরে মিরপুরের ডমিনাস পিৎজায় অভিযান পরিচালনা করেন সংস্থাটির নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম শান্তনু চৌধুরী। তিনি জানান, মিরপুর এলাকায় মোবাইল কোর্ট পরিচালনাকালে ডমিনাস পিৎজার রান্নাঘরে মেয়াদোত্তীর্ণ দুধ, বার্গার বান, পাউরুটি, কারি পাউডার এবং দুর্গন্ধযুক্ত মাংস পাওয়া যায়। এই অপরাধে পিৎজা প্রস্তুতকারী দোকানের পক্ষ থেকে উপস্থিত ম্যানেজারকে তাৎক্ষণিকভাবে পাঁচ দিনের কারাদ- দেয়া হয়। তবে অন্য শাখাতেও কেমন পরিবেশে খাবার তৈরি ও বিক্রি করা হয় সেটা খতিয়ে দেখা হবে। অভিযান চলবে।
×