ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আলাভেসকে হারিয়ে শীর্ষে রিয়াল

প্রকাশিত: ১১:৫৫, ১ ডিসেম্বর ২০১৯

 আলাভেসকে হারিয়ে শীর্ষে রিয়াল

স্পোর্টস রিপোর্টার ॥ কষ্টের জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। স্প্যানিশ লা লিগায় শনিবার তারা ২-১ গোলে হারিয়েছে তুলনামূলক খর্বশক্তির দল আলাভেসকে। এই জয়ের ফলে লীগ টেবিলের শীর্ষেও উঠে এসেছে জিনেদিন জিদানের দল। তবে আলাভেসের বিপক্ষে জয়টা মোটেও সহজে আসেনি রিয়াল মাদ্রিদের। প্রথমার্ধে কোন দলই গোলের দেখা পায়নি এদিন। অর্থাৎ নিজেদের মাঠে প্রথমার্ধটা বেশ ভালভাবেই দাপট দেখিয়েছে আলাভেস। তবে দ্বিতীয়ার্ধেই গোলের দেখা পায় জিনেদিন জিদানের দল। বিরতির পর ৫২ মিনিটে প্রথম গোল করে দলকে এগিয়ে দেন রিয়াল মাদ্রিদের স্প্যানিশ ডিফেন্ডার সার্জিও রামোস। তবে ম্যাচের ৬৫ মিনিটে পেনাল্টিতে গোল করে আলাভেসকে সমতায় ফেরান লুকাস পেরেজ। তবে সমতায় ফেরার উচ্ছ্বাস খুব বেশিক্ষণ ধরে রাখতে পারেনি স্বাগতিকরা। ৬৯ মিনিটেই গোল করে রিয়াল মাদ্রিদকে লিড এনে দেন দানি কারবাহাল। এর পরের সময়টাতে অবশ্য গোলের দেখা পায়নি আর কোন দল। যে কারণে জয় নিয়েই মাঠ ছাড়ে লস ব্ল্যাঙ্কোসরা।
×