ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

হিমালয়ের দেশে এসএ গেমসের পর্দা উঠছে আজ

প্রকাশিত: ১০:৩৫, ১ ডিসেম্বর ২০১৯

  হিমালয়ের দেশে এসএ গেমসের পর্দা উঠছে  আজ

রুমেল খান, কাঠমান্ডু, নেপাল থেকে ॥ হিমালয়ের দেশ নেপালে আজ রবিবার পর্দা উঠতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ক্রীড়া আসর এসএ গেমসের (সাউথ এশিয়ান গেমস)। স্বর্ণ, রৌপ্য ও তাম্র মিলে সাত দেশের ৩ হাজারের বেশি এ্যাথলেট ১১১৫ পদকের জন্য লড়বেন। শনিবার ছিল আসর আয়োজনের জন্য শেষ প্রস্তুতিমূলক দিবস। সন্ধ্যার আগে কাঠমান্ডুর দশরথের রঙ্গশালা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এসএ গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের মহড়া। এবারের গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে থাকবে লেজার শো, রঙিন ডিসপ্লে, প্রখ্যাত নেপালী এ্যাথলেটদের মশাল প্রজ্বালন, মাঠে প্রত্যেক দেশের নামের সঙ্গে সংশ্লিষ্ট দেশের মানচিত্রের দৃশ্য ফুটিয়ে তোলা এবং শেষে বর্ণিল আতশবাজি পোড়ানো। তিন বাহিনীর চৌকস সদস্য ছাড়াও স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীরা থাকছে প্রায় তিনঘ›ণ্টব্যাপী জমকালো এই উদ্বোধনী অনুষ্ঠানে। অনুষ্ঠান শুরু হবে নেপালী সময় বিকেল ৫টায়। এর আগে নেপাল ১৯৮৪ ও ১৯৯৯ সালে এসএ গেমসের আয়োজক ছিল। এবার তারা আগের দুই আসরকেও ছাপিয়ে যেতে চায়। উদ্বোধনী অনুষ্ঠানের আগেরদিনও কাজ হয়েছে দশরথ স্টেডিয়ামে বাইরের অংশে। কিন্তু এতেও বাধা পড়েনি রঙিন উদ্বোধনে। বিকেল পাঁচটায় শুরু হবে গেমসের উদ্বোধন। তখন দশরথ রঙ্গশালায় প্রবেশ করবেন নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী বান্দারি। এরপরই আসবেন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। আয়োজক কমিটি তাদের ফুলেল শুভেচ্ছায় স্বাগত জানাবে। এরপরই হবে তিন মিনিটের একটি আকর্ষণীয় লেজার শো। সাত দেশের ক্রীড়াবিদদের অংশগ্রহণে মার্চপাস্ট পর্যবেক্ষণ করবেন নেপালের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। নেপাল অলিম্পিক কমিটির সভাপতি জীবন রাম শ্রেষ্ঠা উদ্বোধনী অনুষ্ঠান শুরুর ঘোষণা দেবেন। উদ্বোধনী ভাষণ দেবেন ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের সদস্য সচিব রমেশ কুমার সিলওয়াল। আরও উপস্থিত থাকবেন নেপালের ক্রীড়ামন্ত্রী জগৎ বাহাদুর বিশ্বকর্তা সুনার। নেপালের রাষ্ট্রপতি বিদ্যা দেবী বান্দারির উদ্বোধনী ভাষণের পরই সাবেক নেপালী চার তারকা এ্যাথলেট মশাল ব্যাটন নিয়ে স্টেডিয়ামে প্রবেশ করবেন। শেষে মশাল প্রজ্বালন করে এসএ গেমসে আলো জ্বালাবেন চারবারের সোনাজয়ী সাবেক তায়কোয়ান্দোকা দীপক বিষ্ঠা। ক্রীড়াবিদদের পক্ষ থেকে শপথবাক্য পাঠ করবেন তারকা ক্রিকেটার পরেশ খড়কা এবং কোচদের পক্ষ থেকে রেফারি দীপক থাপা। এরপরই শুরু হবে মিউজিক্যাল পারফর্মেন্স। রঙিন আয়োজনে থাকবে স্বাগত নৃত্য। ১২ মিনিট ধরে নেপালের সেনাবাহিনী, আর্মড পুলিশ ফোর্সেস ও নেপাল পুলিশের এক হাজার চৌকস সেনারা সাত দেশের নামের সঙ্গে মাঠেই সংশ্লিষ্ট দেশের মানচিত্র ফুটিয়ে তুলবেন নিজেরা। নেপালের ঐতিহ্যগত নৃত্যও থাকবে। যাকে বলা হবে ‘মাসকেলেস থিনিক’। এবারের এই এসএ গেমসে ৭টি দেশ ২৬টি ডিসিপ্লিনে অংশ নিবে। দেশগুলো হলো বাংলাদেশ, ভুটান, ভারত, মালদ্বীপ, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা। ডিসিপ্লিনগুলো হলো ; এ্যাথলেটিক্স, বাস্কেটবল, বক্সিং, আরচারি, ব্যাডমিন্টন, সাইক্লিং, ফেন্সিং, ফুটবল, হ্যান্ডবল, জুডো, কারাতে, কাবাডি, শূটিং, স্কোয়াশ, সুইমিং, তায়কোয়ান্দো, টেনিস, টেবিল টেনিস, ট্রায়াথলন, ভলিবল, ভারোত্তোলন, রেসলিং, উশু, খো-খো ও গলফ। আয়োজক দেশের সুযোগ থাকে নতুন কিছু ডিসিপ্লিন যুক্ত করার। সেই সুযোগ কাজে লাগিয়ে নেপাল যুক্ত করে ক্রিকেট ও প্যারাগ্লাইডিং। পরবর্তীতে প্যারাগ্লাইডিং বাদ দেয়া হয়। ১ থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত ৭টি দেশের ৩২৫০ এ্যাথলেট ১ হাজার ১১৫টি পদকের জন্য লড়বেন। তার মধ্যে স্বর্ণ ৩১৭, রৌপ্য ৩১৭ ও তাম্রপদক ৪৮১টি। মোট পদক ১১৫টি। বাংলাদেশ এবার ২৫টি ডিসিপ্লিনে অংশ নেবে। মার্চপাস্টে বাংলাদেশের পতাকা বহন করবেন ২০১৬ আসরে জোড়া স্বর্ণজয়ী তারকা সাঁতারু মাহফুজা খাতুন শিলা। বাংলাদেশের ৫৯৫ ক্রীড়াবিদ, কোচ ও কর্মকর্তা অংশ নেবেন এবারের গেমসে। ধারণা করা হচ্ছে শূটিং, সাঁতার, আরচারি, গলফ, কারাতে, তায়কোয়ান্দো, ক্রিকেট, ফুটবল এসব ডিসিপ্লিন থেকে এবার স্বর্ণপদক পায়ার আশা। ২০১৮ সালের মার্চে এই ক্রীড়া মহাযজ্ঞ মাঠে গড়ানোর কথা ছিল। কিন্তু ২০১৫ সালের প্রলয়ঙ্কারি ভূমিকম্পে নেপালে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ক্ষতিগ্রস্ত হয় গেমসের মূল ভেন্যু দশরথ স্টেডিয়াম। তার পাশাপাশি ভারতের অনাগ্রহের কারণে কয়েক দফা পিছিয়ে যায় এই গেমস। শেষ পর্যন্ত সকল অপেক্ষা আর শঙ্কার অবসান ঘটিয়ে আগামীকাল আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে ১৩তম এসএ গেমস। এবারের এসএ গেমসের পুরুষ ফুটবলে ভারত নেই। ফলে দশ বছর পর এই ইভেন্টে তৃতীয়বারের মতো স্বর্ণজয়ের সম্ভাবনা জোরালো হয়েছে একটি দেশের জন্য। দেশটির নাম বাংলাদেশ। কিন্তু নেপালে পা রেখেই জানা গেল, সেই আশা নিরাশায় পর্যবসিত হতে পারে। না সমস্যার নাম অন্য কোন দল নয়। সমস্যার নাম উচ্চতা। বাংলাদেশ ফুটবল দলও এখন পড়েছে এই সমস্যায়। কারণ কাঠমান্ডু সমুদ্রপৃষ্ঠ থেকে ১৪০০ মিটার উচ্চতায় অবস্থিত। ফলে জেমি ডে’র শিষ্যরা পড়েছেন এক অস্বস্তিকর পরিস্থিতিতে। এখানে এসে ঠা-ায় প্রস্তুতি নিতে তাদের সমস্যা হচ্ছিল। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। এদিকে সাইকেল ট্র্যাকে গড়ানোর পাঁচদিন আগে হুট করেই নিয়ম পরিবর্তন করেছে নেপাল সাইক্লিং ফেডারেশন। আগে প্রত্যেকটি ইভেন্টে দু’জন করে সাইক্লিস্ট রাখার কথা বললেও শুক্রবার চারজন করে সাইক্লিস্ট পাঠানোর কথা জানিয়ে দেয় তারা। বাংলাদেশ সাইক্লিং ফেডারেশন এতে বিপাকে পড়ে। কারণ এতদিন তারা প্রতিটি ইভেন্টের জন্য দু’জন করে সাইক্লিস্টকে অনুশীলন করিয়েছে। নেপাল সাইক্লিং ফেডারেশনের এমন সিদ্ধান্তের প্রতিবাদ করেছে ফেডারেশন। আজ থেকে শুরু হচ্ছে ব্যাডমিন্টন ডিসিপ্লিনের খেলা। এই আসরে বাংলাদেশ দল মহিলা দ্বৈতে রৌপ্যপদক পাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন মহিলা দলের কোচ এনায়েত উল্লাহ খান। কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে এসএ গেমসের আনুষ্ঠানিক উদ্বোধন হচ্ছে আজ। তবে তার আগেই গত ২৭ নবেম্বর থেকে শুরু হয় ভলিবল প্রতিযোগিতা। এতে পুরুষ বিভাগে সেমিতে উঠেছে বাংলাদেশ। দ্বিতীয় সেমিফাইনালে আজ বিকেল ৫টায় সেমিতে পাকিস্তানের মুখোমুখি হবে তারা। ৩ হাজারের বেশি এ্যাথলেট, ৫ হাজার ডেলিগেট, ২২ হাজার নিরাপত্তাকর্মী ... ত্রয়োদশ এসএ গেমসে সম্পৃক্ত ব্যক্তিদের সংখ্যা এটি। কোন সন্দেহ নেই, ১০ দিনের বিশাল আয়োজন এটি। কিন্তু প্রকৃত সত্য হচ্ছে গেমসে কোন ভেন্যুই শেষ মুহূর্ত পর্যন্ত শতভাগ প্রস্তত হয়নি। এতে করে আয়োজকদের অদক্ষতার চিত্রটিই প্রকাশ পেয়েছে। এখন দেখার বিষয়, এবারের এসএ গেমসে কেমন ফল করে বাংলাদেশ।
×