ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

সাধ্বী প্রজ্ঞাকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিলেন রাহুল গান্ধী

প্রকাশিত: ০৮:৫৬, ৩০ নভেম্বর ২০১৯

 সাধ্বী প্রজ্ঞাকে ‘সন্ত্রাসী’ আখ্যা দিলেন রাহুল গান্ধী

ভারতে ক্ষমতাসীন কট্টর হিন্দুত্ববাদী দল বিজেপির এমপি সাধ্বী প্রজ্ঞা সিং ঠাকুরকে ‘সন্ত্রাসী’ অভিহিত করেছেন দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের সাবেক সভাপতি রাহুল গান্ধী। বুধবার সংসদে মহাত্মা গান্ধীর হত্যাকারী নথুরাম গডসেকে ‘দেশভক্ত’ বলে উল্লেখ করায় প্রজ্ঞাকে নিয়ে এই মন্তব্য করেন রাহুল। খবর ইরনা অনলাইনের। এ ঘটনায় ক্ষুব্ধ কংগ্রেস নেতা রাহুল গান্ধী বৃহস্পতিবার টুইটারে বলেন, ‘সন্ত্রাসবাদী প্রজ্ঞা দেশপ্রেমী বানিয়ে দিয়েছেন সন্ত্রাসবাদী গডসেকে। ভারতের সংসদীয় ইতিহাসে এটা বড়ই দুঃখের দিন।’ রাহুল গান্ধী বলেন, সাধ্বী প্রজ্ঞার ওই মন্তব্য আদতে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) মনের কথা। বিজেপির অন্তরের কথা। প্রজ্ঞা যা বলেছেন আরএসএস ঠিক সেটাই মনে করে। বিজেপিও বিশ্বাসী সেই একই মতাদর্শে। এদিকে, সাধ্বী প্রজ্ঞার মন্তব্যকে বৃহস্পতিবার বিজেপির পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছে। বিজেপির কার্যনির্বাহী সভাপতি জে পি নাড্ডা বলেন, ‘সংসদে করা ওই মন্তব্য নিন্দনীয়। বিজেপি কখনও এ ধরনের বিবৃতি বা মতাদর্শকে সমর্থন করে না।’ তিনি বলেন, ‘লোকসভার চলতি অধিবেশনে বিজেপির সংসদীয় দলের বৈঠকগুলোতে প্রজ্ঞাকে উপস্থিত থাকতে নিষেধ করা হয়েছে। সাধ্বী প্রজ্ঞার বিরুদ্ধে মালেগাঁও বিস্ফোরণের অভিযোগ রয়েছে। ২০০৮ সালে কংগ্রেস নেতৃত্বাধীন সাবেক ইউপিএ সরকারের আমলে মালেগাঁও বিস্ফোরণ কাণ্ডে গ্রেফতার হন সাধ্বী প্রজ্ঞা। মুসলিম অধ্যুষিত এলাকায় হামলা চালানোর ঘটনাকে সেই সময় ‘গেরুয়া সন্ত্রাস’ বলে চিহ্নিত করা হয়। জামিনে মুক্ত থাকা প্রজ্ঞা ঠাকুরকে বিগত লোকসভা নির্বাচনে ভূপাল থেকে বিজেপি এমপি নির্বাচনে প্রার্থী করে এবং তিনি জয়ী হন।
×