ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে বিশ্বে রোল মডেল বাংলাদেশ ॥ জাপানী রাষ্ট্রদূত

প্রকাশিত: ০৯:৩৬, ২৫ নভেম্বর ২০১৯

 অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে বিশ্বে রোল মডেল বাংলাদেশ ॥  জাপানী রাষ্ট্রদূত

স্টাফ রিপোর্টার ॥ পয়োনিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনা এবং সুপেয় পানি সরবরাহ খাতে জাপানী সহায়তা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মোঃ তাজুল ইসলাম। রবিবার সচিবালয়ে মন্ত্রীর অফিস কক্ষে বাংলাদেশে নিযুক্ত জাপানী রাষ্ট্রদূত নাউকি ইতো মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাতকালে তিনি এ আহ্বান জানান। মন্ত্রী জাপানী রাষ্ট্রদূতকে বলেন, বাংলাদেশে পয়োনিষ্কাশন ও বর্জ্য ব্যবস্থাপনা এবং সুপেয় পানি সরবরাহ এখনও বড় চ্যালেঞ্জ। এ বিষয়ে বাংলাদেশ সরকার জাপানী প্রযুক্তি ও অভিজ্ঞতা কাজে লাগাতে আগ্রহী। রাষ্ট্রদূত নাউকি ইতো বাংলাদেশের প্রশংসা করে বলেন, অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনে বাংলাদেশ বিশ্বে একটি মডেল। বাংলাদেশের পরিবেশগত উন্নয়নে এবং শিল্পায়নে জাপানের সহযোগিতা অব্যাহত থাকবে। সেই সঙ্গে বর্জ্য ব্যবস্থাপনায় প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে। তিনি এ সংক্রান্ত জাপানী প্রযুক্তি ও প্রক্রিয়া দেখার জন্য মন্ত্রীকে জাপান সফরের আমন্ত্রণ জানান। রাষ্ট্রদূত ঢাকা ও চট্টগ্রামের বাইরে উন্নয়ন প্রকল্প নেয়ার এবং টাউনশিপ গড়ে তোলার প্রয়োজনীয়তা তুলে ধরেন। তিনি জানান গাজীপুর, নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি কর্পোরেশন এবং কক্সবাজার পৌরসভা নিয়ে ‘আরবান ডেভলপমেন্ট এ্যান্ড সিটি গবর্নেন্স’ প্রকল্পে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) অর্থায়ন করবে। তিনি আরও জানান, আগামী ডিসেম্বর মাসে জাইকা ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে প্রায় ১৫০ বর্জ্যবাহী যান হস্তান্তর করবে।
×