ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

নিষিদ্ধ হতে পারেন রোনাল্ডো

প্রকাশিত: ১০:৩২, ১৪ নভেম্বর ২০১৯

 নিষিদ্ধ হতে পারেন রোনাল্ডো

স্পোর্টস রিপোর্টার ॥ জুভেন্টাসের সঙ্গে এখন পর্যন্ত তেমন মানিয়ে নিতে পারেননি ক্রিস্টিয়ানো রোনাল্ডো। রিয়াল মাদ্রিদের ফর্মটাও তাই হারিয়ে গেছে। যে কারণে এখন তুরিনের ওল্ডলেডিদের হয়ে পুরো ৯০ মিনিট খেলা হচ্ছে না পর্তুগাল অধিনায়কের। সর্বশেষ দুই ম্যাচেই তাকে মাঠ থেকে তুলে নিয়েছিলেন জুভ কোচ মাউরিসিও সারি। যে কারণে ক্ষোভ প্রকাশ করে নিজ দেশেই চলে গেছেন সিআর সেভেন। কিন্তু তার এমন আচরণে বেজায় চটেছে ইতালিয়ান চ্যাম্পিয়নরা। শুধু তাই নয়, ইতালিয়ান লীগ কর্তৃপক্ষও বিষয়টি ভালভাবে নেয়নি। যে কারণে আগেভাগে মাঠ ছেড়ে চলে যাওয়ায় ইতালিয়ান সিরি’এ লীগে দুই ম্যাচ নিষিদ্ধ হতে পারেন সাবেক রিয়াল মাদ্রিদ তারকা। গত শনিবার রাতে এসি মিলানের বিরুদ্ধে ঘরের মাঠে খেলেছে জুভেন্টাস। ম্যাচটিতে রোনাল্ডো শুরুর একাদশে থাকলেও প্রথমার্ধে গোলের দেখা পায়নি স্বাগতিকরা। বিরতির পর ৫৫ মিনিটে তাকে তুলে নেন কোচ। কিন্তু মাঠ ছাড়ার সময় চরম ক্ষুব্ধ দেখায় রোনাল্ডোকে। কোচের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময় করতেও দেখা যায়। সারিকে লক্ষ্য করে কিছু একটা বলতে বলতে ড্রেসিংরুমের দিকে চলে যান পাঁচবারের ফিফা সেরা তারকা। শুধু তাই নয়, পরে ম্যাচ শেষ হওয়ার তিন মিনিট আগে ছাড়েন স্টেডিয়ামও। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের উদ্ধৃতিতে জানা গেছে, রোনাল্ডোকে ঝামেলায় ফেলতে পারে এ্যান্টি-ডোপিং বিধিমালা। খেলোয়াড়দের ম্যাচ চলাকালীন যে কোন সময়ে পরীক্ষা করতে পারে তারা। ইচ্ছে করে এড়িয়ে গেলে সেই দায় খেলোয়াড়ের ওপরই বর্তায়। এ কারণে হতে পারে নিষিদ্ধও। জুভেন্টাস অবশ্য জানিয়েছে, ডোপ টেস্ট এড়িয়ে যাওয়ার কোন ইচ্ছাই ছিল না রোনাল্ডোর। পর্তুগীজ মহাতারকা যা করেছেন সম্পূর্ণ তাৎক্ষণিক রাগের বশেই। এ জন্য কোন প্রকার জরিমানাও করছে না ক্লাবটি, তবে মৌখিকভাবে সতর্ক করা হবে বলে জানা গেছে। তবে যদি এ্যান্টি-ডোপিংয়ের বিধিমালায় পড়ে যান সেক্ষেত্রে দুই ম্যাচ নিষিদ্ধ হতে পারেন রোনাল্ডো। বাজারে এখন এই খবরই চাউর হয়েছে।
×