ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

দিনাজপুরে মাঝাডাঙ্গা সেতু রক্ষার দাবি

প্রকাশিত: ১১:৫৬, ১২ নভেম্বর ২০১৯

দিনাজপুরে মাঝাডাঙ্গা সেতু রক্ষার দাবি

স্টাফ রিপোর্টার, দিনাজপুর ॥ সদরের মাঝাডাঙ্গায় অবস্থিত ঢেপা নদীর ওপর মাঝাডাঙ্গা সেতুর আশপাশ হতে বোমা শ্যালো মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ ও ক্ষতিগ্রস্ত সেতু মেরামত এবং সংস্কারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করেছে মাঝাডাঙ্গাবাসী। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে দিনাজপুর প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করে মাঝাডাঙ্গা গ্রামবাসী। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, ঢেপার নদীর ওপর বিশাল বড় মাঝাডাঙ্গা সেতুর নিচ থেকে বোমা মেশিন লাগিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করার ফলে সেতুটি আজ হুমকির মুখে। যে কোন সময় এই বিশাল সেতুটি ভেঙ্গে পড়ে যেতে পারে। সেতুর পিলারে গর্ত সৃষ্টি হওয়ায় অবৈধ বালুখোরদের হাত থেকে সেতুটি রক্ষা ও মেরামত করা জরুরী হয়ে পড়েছে। এ সময় বক্তরা বলেন, জনগণের ট্যাক্সের টাকায় এই সেতুটি নির্মাণ করা হয়েছে।
×