ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

যুুক্তরাজ্য টিকবে না, এ ধারণা দেশটির অর্ধেক মানুষের

প্রকাশিত: ০৯:০৬, ১০ নভেম্বর ২০১৯

যুুক্তরাজ্য টিকবে না, এ ধারণা দেশটির অর্ধেক মানুষের

মাত্র এক দশকের মধ্যে ভেঙ্গে যাবে যুক্তরাজ্য। এমন মত প্রকাশ করেছেন দেশটির অর্ধেক নাগরিক। একটি জনমত জরিপে এ তথ্য পাওয়া গেছে। মূলত ব্রেক্সিট নিয়ে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে ধারণা করা হচ্ছে। রয়টার্স। ইপসোস মোরির জনমত জরিপে দেখা গেছে, ৫০ শতাংশ নাগরিক মনে করছেন আগামী এক দশকের মধ্যে যুক্তরাজ্য এ কাঠামোতে টিকে থাকতে পারবে না। ২০১৪ সালে এমন ধারণার মানুষের হার ছিল ৪৩ শতাংশ। মাত্র ২৯ শতাংশ মানুষ মনে করছেন, এক দশকের মধ্যে ব্রিটেন এ কাঠামোতে টিকে থাকবে। ২০১৪ সালে এমন মানুষের হার ছিল ৪৫ শতাংশ। ২০১৬ সালে ব্রেক্সিট নিয়ে অনুষ্ঠিত গণভোটে ৫২ শতাংশ ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ত্যাগের পক্ষে এবং ৪৮ শতাংশ ত্যাগের বিপক্ষে ছিল। ইংল্যান্ড, স্কটল্যান্ড, ওয়েলস এবং নর্দার্ন আয়ারল্যান্ড নিয়ে যুক্তরাজ্য গঠিত। স্কটল্যান্ড ও নর্দার্ন আয়ারল্যান্ড ইইউতে থাকার পক্ষে এবং ইংল্যান্ড ও ওয়েলস ত্যাগের পক্ষে ভোট দিয়েছিল। অর্থাৎ ব্রেক্সিট নিয়ে রাজ্যগুলোর মধ্যে অনেক আগেই বিভক্তির সৃষ্টি হয়েছে। ইইউ থেকে বের হতে আগামী বছরের ৩১ জানুয়ারি পর্যন্ত সময় পেয়েছে যুক্তরাজ্য। পাকিস্তানগামী প্রথম দলে মনমোহন ও সানি দেওল কর্তারপুর করিডর ব্যবহার করে পাকিস্তানে শিখ উপাসনালয় গুরুদুয়ারা দরবার সাহিবগামী ভারতের প্রথম তীর্থযাত্রী দলে দেশটির সাবেক প্রধানমন্ত্রী কংগ্রেস নেতা মনমোহন সিং থাকছেন। সাড়ে পাঁচ শ’ তীর্থযাত্রীর ওই দলে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং, অভিনেতা-রাজনীতিবিদ সানি দেওল, ভারতের কেন্দ্রীয় মন্ত্রী হারদিপ পুরি ও হারসিমরাত কাউর বাদলেরও নাম আছে। এনডিটিভি। শনিবার ভারত ও পাকিস্তানের দুই প্রধানমন্ত্রী সীমান্তের দুই অংশে এই করিডরের বিভিন্ন স্থাপনা উদ্বোধন করেন। গুরু নানকের ৫৫০তম জন্মবার্ষিকীর আগে এদিনই ভারতের প্রথম তীর্থযাত্রী দলটির পাকিস্তান যাওয়ার কথা রয়েছে। কর্তারপুরের এ করিডর ব্যবহারের জন্য ভারতীয় তীর্থযাত্রীদের কাছ থেকে জনপ্রতি ২০ ডলার নেয়ার ঘোষণা দিয়েছে ইসলামাবাদ। তবে প্রথম দিন এ ফি দিতে হবে না বলে জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।
×