ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ক্রীড়া সাংবাদিক নাসিম আর নেই

প্রকাশিত: ১২:০১, ৫ নভেম্বর ২০১৯

ক্রীড়া সাংবাদিক নাসিম আর নেই

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস এ্যাসোসিয়েশনের (বিএসজেএ) সদস্য, দৈনিক অবজারভারের সাবেক স্পোর্টস রিপোর্টার, বাংলাদেশ জনসংযোগ সমিতির সাবেক সাংগঠনিক সম্পাদক ও বাংলাদেশ বিমানের সাবেক জেনারেল ম্যানেজার মোহাম্মদ নাসিম আর নেই। সোমবার ভোর ৫টায় উত্তরার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ... রাজিউন)। দীর্ঘ কয়েক বছর ধরে তিনি শারীরিকভাবে ভীষণ অসুস্থ ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রহী রেখে গেছেন। সোমবার সকালে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। বাদ জোহর মানিকগঞ্জের ঘিওর স্কুলের মাঠে তার দ্বিতীয় জানাজা এবং বাদ আছর উত্তরা ১২নং সেক্টরের মসজিদে তার তৃতীয় জানাজা অনুষ্ঠিত হয়। বিএসজেএ’র সব সদস্য মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীরভাবে মর্মাহত ও শোকাহত। বিএসপিএ টিটিতে জনকণ্ঠের রুমেলের দ্বিমুকুট স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ স্পোর্টস প্রেস এ্যাসোসিয়েশনের আয়োজনে ‘মার্সেল-বিএসপিএ স্পোর্টস কার্নিভাল’-এ দুটি ইভেন্ট অনুষ্ঠিত হয়। একটি টেবিল টেনিস (টিটি) একক এবং অন্যটি টেবিল টেনিস দ্বৈত ইভেন্ট। দুটি ইভেন্টেই চ্যাম্পিয়ন হয়েছেন দৈনিক জনকণ্ঠের স্পোর্টস রিপোর্টার রুমেল খান। দুটি ইভেন্টেই রেকর্ড ও সর্বোচ্চ চারবার করে চ্যাম্পিয়ন হন তিনি। অনুষ্ঠিত টিটি এককের ফাইনালে বাংলাদেশের খবরের মাহমুদুন্নবী চঞ্চলকে ১১-৬, ১১-৬ পয়েন্টে হারিয়ে শিরোপা পুনরুদ্ধার করেন রুমেল। চেসবিডি ডটকমের মোরসালিন আহমেদ হন তৃতীয়। এরপর টিটির দ্বৈত ইভেন্টে চ্যাম্পিয়ন হন রুমেল।
×