ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

ভারতে হাইজাম্পে শুভর স্বর্ণপদক জয়

প্রকাশিত: ১২:০০, ৫ নভেম্বর ২০১৯

ভারতে হাইজাম্পে শুভর স্বর্ণপদক জয়

স্পোর্টস রিপোর্টার ॥ ভারতের গুন্টর সিটি, অন্ধ্রপ্রদেশে অনুষ্ঠিত জাতীয় জুনিয়র এ্যাথলেটিক্স প্রতিযোগিতায় ৫ এ্যাথলেট নিয়ে গঠিত বাংলাদেশ এ্যাথলেটিক্স ফেডারেশনের অধীনে ঢাকা এ্যাথলেটিক্স টিম অংশগ্রহণ করেছে। সোমবার প্রতিযোগিতার তৃতীয় দিনে হাইজাম্প ইভেন্টে ২.১০ মিটার উচ্চতায় লাফিয়ে স্বর্ণপদক লাভ করেন বাংলাদেশের এ্যাথলেট মাহফুজুর রহমান শুভ। আগেরদিন ৪০০ মিটার স্প্রিন্ট ইভেন্টে ৪৭.১৩ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণপদক লাভ করেন বাংলাদেশের আরেক এ্যাথলেট জহির রায়হান। নিরাপদেই ওমান পৌঁছেছে জাতীয় ফুটবল দল স্পোর্টস রিপোর্টার ॥ আগেরদিন রাতে রওনা দিয়েও বিমানের যান্ত্রিক গোলযোগের কারণে ঢাকায় ফিরে আসতে বাধ্য হয়েছিল বাংলাদেশ জাতীয় ফুটবল দল। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানিয়েছে, সোমবার বিকেল সাড়ে ৫টায় বিলম্বে হলেও অবশেষে নতুন বিমানে করে ওমানের মাসকটে পৌঁছেছে ফুটবল দল। সেখানে বাংলাদেশ দল গেছে ফিফা বিশ্বকাপ বাছাইয়ের ‘ই’ গ্রুপের এ্যাওয়ে ম্যাচ খেলতে। সেখানে ১৪ নবেম্বর স্বাগতিক ওমানের মুখোমুখি হবে বাংলাদেশ। তার আগে ওখানকার একটি ক্লাব দলের সঙ্গে প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ। স্কোয়াডে জুয়েল রানার পরিবর্তে রাকিব হোসেন দলভুক্ত হয়েছেন। বাহরাইনে এএফসি অ-১৯ চ্যাম্পিয়নশিপ খেলে ওখান থেকেই ওমানে সিনিয়র দলের সঙ্গে যোগ দেবেন ইয়াসিন আরাফাত। ছুটি কাটিয়ে আমেরিকা থেকে এবং হেড কোচ জেমি ডে এবং বার্সেলোনায় মেসিদের লা লিগার ম্যাচে ধারাভাষ্য দিয়ে সেখান থেকেই ওমানে দলের সঙ্গে যোগ দিয়েছেন দলপতি জামাল ভূঁইয়া। এখন ওমনের তাপমাত্রা দিনে ৩০ খেকে ৩৩ ডিগ্রী সেলসিয়াস। তবে রাতে সেটা হয়ে নেম আসে ২০-২৩ এ। আজ থেকেই অনুশীলন শুরু করবে লাল-সবুজ বাহিনী।
×