ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সিরিয়া সীমান্তে রুশ-তুর্কী যৌথ টহল শুরু

প্রকাশিত: ০৮:৫৯, ৩ নভেম্বর ২০১৯

 সিরিয়া সীমান্তে  রুশ-তুর্কী যৌথ  টহল শুরু

কুর্দী বাহিনীকে তুরস্কের সীমান্ত থেকে দূরে রাখতে যৌথ টহল শুরু করেছে তুরস্ক ও রাশিয়া। দুদেশের মধ্যে চুক্তির অংশ হিসেবে তাদের প্রথম দফার যৌথ টহল হয়েছে যা কুর্দী বাহিনীকে তুরস্কের সীমান্ত থেকে দূরে সরিয়ে দিয়েছে। শুক্রবার থেকে সীমান্ত শহর দারবাসিহে এই টহলগুলো শুরু হয়েছিল, যেখান থেকে কুর্দী যোদ্ধারা ইতোমধ্যে বেরিয়ে গেছে। ভয়েস অব আমেরিকা। তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ‘প্রাথমিক টহলটি ৮৭ কিলোমিটার দীর্ঘ এবং ১০ কিলোমিটার প্রশস্ত এলাকাজুড়ে ছিল। প্রথম যৌথ টহলটি পরিকল্পনা অনুযায়ী সম্পন্ন করা হয়েছিল। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, যৌথ টহলটিতে নয়টি সামরিক যানবাহন রয়েছে যেগুলো সশস্ত্র সৈন্য বহনে সক্ষম ছিল। টহলগুলো গত সপ্তাহে রাশিয়া এবং তুরস্ক স্বাক্ষরিত একটি চুক্তি অনুসরণ করে চালানো হয়েছে, যা কুর্দী বাহিনীকে তুরস্কের সঙ্গে সিরিয়ার সীমান্ত অঞ্চল থেকে সরে যাওয়ার জন্য ১৫০ ঘণ্টা সময় দিয়েছিল। ইসলামিক স্টেটের যোদ্ধাদের বিরুদ্ধে লড়াইয়ে যুক্তরাষ্ট্র কুর্দী বাহিনীকে সহায়তা করে আসছিল এবং অনেক কুর্দী নেতা এই প্রত্যাহারের জন্য যুক্তরাষ্ট্রের সমালোচনা করেছিল। তবে তুরস্ক কুর্দী যোদ্ধাদের সন্ত্রাসী মনে করে থাকে।
×