ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ওয়ার্ল্ড রাগবি লেভেল ওয়ান ফার্স্ট এইড কোর্স

প্রকাশিত: ০৯:২২, ২ নভেম্বর ২০১৯

ওয়ার্ল্ড রাগবি লেভেল ওয়ান ফার্স্ট এইড কোর্স

স্পোর্টস রিপোর্টার ॥ ওয়ার্ল্ড রাগবির তত্ত্বাবধানে এবং বাংলাদেশ রাগবি ফেডারেশনের ব্যবস্থাপনায় ৩১ অক্টোবর থেকে শুরু হওয়া ওয়ার্ল্ড রাগবি লেভেল ওয়ান ফার্স্ট এইড রাগবি কোর্সটি শুক্রবার শেষ হয়েছে। দ্বিতীয় কোর্সটির উদ্বোধন করেন সাইদ আহমেদ (যুগ্ম-সাধারণ সম্পাদক, বাংলাদেশ রাগবি ফেডারেশন)। কোর্সটি পরিচালনা করেন ড. নামিথ সনকল্পনা। তাকে সহযোগিতা করেন নাহিদ তানজিল। এই কোর্সে দ্বিতীয় গ্রুপে ছয়জন অংশ নেন। এরা হলেন : ড. রেহান, নাহিদ তানজিল, আদ্রা, শিমু, নার্স বাদল এবং নার্স সুফিয়া। প্রথমবারের মতো এই কোর্সটি বাংলাদেশে অনুষ্ঠিত হলো।
×