ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

উত্ত্যক্তের প্রতিবাদ করায় নাটোরে দুই ছাত্রকে হাতুড়িপেটা

প্রকাশিত: ০৮:০৩, ১ নভেম্বর ২০১৯

 উত্ত্যক্তের প্রতিবাদ  করায় নাটোরে দুই ছাত্রকে হাতুড়িপেটা

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ৩১ অক্টোবর ॥ নলডাঙ্গায় ইসলামী জালসায় আগত মেয়েদের উত্ত্যক্তের প্রতিবাদ করায় বখাটের হাতুড়িপেটায় সোহাগ হোসেন (২৩) ও আতাউর রহমান (২২) নামে দুই কলেজ শিক্ষার্থী আহত হয়েছে। স্থানীয়রা আহত শিক্ষার্থীদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে ভর্তি করে। বুধবার রাত ৯টার দিকে নলডাঙ্গা উপজেলার নওপাড়া স্কুল মাঠে ইসলামী জালসা চলাকালে এই ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত সূর্যবাড়ি গ্রামের দুলাল হোসেনের ছেলে বখাটে হাসিব (২২) কে আটক করেছে পুলিশ। সোহাগ হোসেন উপজেলার বিলপাড়া গ্রামের হাসেম আলীর ছেলে ও নলডাঙ্গা বিএম এ্যান্ড টেকনিক্যাল কলেজের ছাত্র এবং আতাউর একই গ্রামের আহাদ আলীর ছেলে ও নলডাঙ্গা শহীদ নজমুল হক সরকারী কলেজের ছাত্র। এই ঘটনায় আহত ছাত্র সোহাগ হোসেন বাদী হয়ে নলডাঙ্গা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। নলডাঙ্গা থানার পুলিশ জানায়, রাতে উপজেলার নওপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে ইসলামী জালসা চলছিল। এ সময় জালসায় বিভিন্ন এলাকা থেকে আসা স্কুল ছাত্রীসহ অন্যান্য মেয়েদের উত্ত্যক্ত করছিল বখাটে হাসিব ও তার সহযোগীরা। এ সময় কলেজ ছাত্র সোহাগ ও আতাউর উত্ত্যক্তের প্রতিবাদ করলে বখাটেদের সঙ্গে তাদের বাগ্বিতন্ডা শুরু হয়। এরই এক পর্যায়ে হাসিব ও তার সহযোগীরা সোহাগ ও আতাউরকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করে পালিয়ে যায়।
×