ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১

সাকিবসহ অনেকে ভারত সফরে যেতে চাচ্ছেন না!

প্রকাশিত: ১১:৩৪, ২৯ অক্টোবর ২০১৯

 সাকিবসহ অনেকে ভারত সফরে যেতে চাচ্ছেন না!

মোঃ মামুন রশীদ ॥ বাংলাদেশ ক্রিকেট দলের আসন্ন ভারত সফর নিয়ে অনিশ্চয়তা তৈরি হয় কয়েকদিন আগে ক্রিকেটাররা ধর্মঘটে যাওয়ায়। ম্যাচ ফি, বেতন-ভাতাসহ বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে আন্দোলনে নামা ক্রিকেটারদের সব দাবি মেনে নেয়ার আশ্বাস দেয় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কিন্তু রবিবার এক সংবাদ মাধ্যমে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন দাবি করেন, দাবি মানার পরও অনেক ক্রিকেটার ভারত সফরে যেতে চায় না। সাকিব আল হাসান জাতীয় দলের দুটি প্রস্তুতিমূলক টি২০ ম্যাচ খেলেননি এবং নিয়মবহির্ভূতভাবে শীর্ষস্থানীয় টেলিকম প্রতিষ্ঠান গ্রামীণফোনের সঙ্গে চুক্তি করেছেন। পাপন পরিষ্কারভাবে জানিয়ে দেন ব্যবস্থা নেয়ার এবং শোকজ নোটিসও দেয়া হয় সাকিবকে। কিন্তু সোমবার পর্যন্ত সেই নোটিসের জবাব দেননি সাকিব। তাই আসন্ন ভারত সফরে তার যাওয়া নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। যদিও বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান সোমবার রাতে দাবি করেছেন আনুষ্ঠানিকভাবে সবকিছু আজ জানানো হবে এবং নতুন করে আবার টি২০ দল ঘোষণা হবে। নিশ্চিতভাবেই সেখানে বড় ধরনের পরিবর্তন আসছে এমনটাই বোঝা গেছে সার্বিক পরিস্থিতিতে। ভারত সফরের জন্য গত ১৭ অক্টোবর টি২০ দল ঘোষণা করে বিসিবির নির্বাচকরা। সেই দল থেকে পরবর্তীতে ইনজুরির কারণে ছিটকে যান মোহাম্মদ সাইফউদ্দিন। বাঁহাতি ওপেনার তামিম ইকবাল ব্যক্তিগত কারণ দেখিয়ে নাম প্রত্যাহার করে নেন পুরো সফর থেকেই। কিন্তু পাপন দাবি করেন, শুরুতে তামিম জানিয়েছিলেন শেষ টেস্টে থাকবেন তামিম। তিনি বলেন, ‘তামিম আমাকে প্রথমে বলেছিল ও ভারতের শেষ টেস্টটা খেলতে চাইছে না, কারণ ওই সময় ওর বাচ্চার ডেলিভারি। খেলোয়াড়দের সঙ্গে মিটিং শেষ হওয়ার সঙ্গে সঙ্গে তামিম আমার রুমে গিয়ে বলল, ‘আমি যাব (ভারতে) না।’ আমি বললাম, ‘মানে কি, তোমার সঙ্গে তো কথা হলো শেষেরটায় থাকবে না। তাহলে এখন যাবা না কেন?’ ও তবু বলল, ও যাবে না। এখন সফরে যাওয়ার আগমুহূর্তে যদি শুনি আর কেউ যাবে না, তাহলে কেমন লাগবে? সাইফউদ্দিনের পর তামিমের নাম প্রত্যাহারের পর পাপনের বদ্ধমূল ধারণা আরও অনেকেই ভারত সফরে যেতে চাইছেন না। এ বিষয়ে পাপন বলেন, ‘তথ্য ছিল ওরা অনেকে ভারত সফরে যাবে না। আমার তো বদ্ধমূল ধারণা যাবে না এবং এমন এক সময় বলবে, যখন আমাদের কিছু করার থাকবে না। এখন তো ঘুরে গেছে পরিস্থিতি। ওরা হয়তো ভাবেনি এত তাড়াতাড়ি সব শেষ হয়ে যাবে।’ এর মধ্যে আবার সাকিব গ্রামীণফোনের সঙ্গে চুক্তিতে আবদ্ধ হন। পাপন তারপরই জানান শাস্তির ব্যবস্থা করা হবে সাকিবের। টি২০ ও টেস্ট অধিনায়ককে সেজন্য শোকজ দেয়া হলেও তিনি তার জবাব দেননি। এমনকি প্রস্তুতিমূলক ২ টি২০ ম্যাচও খেলেননি। সবকিছু মিলিয়ে এখন সাকিব ভারত সফরে যাবেন কিনা তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এসব কারণে বিসিবি সভাপতি পাপন এখন বিকল্প দল গড়ার চিন্তাভাবনা করছেন। সোমবার সন্ধ্যার কিছু আগে বিসিবিতে এসে তিনি মুশফিকুর রহীম, তাইজুল ইসলামসহ কয়েকজন সিনিয়র ক্রিকেটারের সঙ্গে আলোচনাও করেছেন। রাতে ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম বলেন, ‘(ভারত সফরের জন্য) নতুন করে টি২০ দল ঘোষণা করা হবে। যেহেতু তামিম খেলছে না। সাইফউদ্দিন নেই। তাই নতুন করে আমরা দল দিচ্ছি। তাদের পরিবর্তে আমরা তো কাউকে দলে নেইনি, তাই স্বাভাবিকভাবেই আমাদের দলে পরিবর্তন আনতে হবে।’ কিন্তু সাকিবের বিষয়ে কি হবে সে বিষয়ে কোন সদুত্তর দেননি আকরাম। মুচকি হেসে বলেছেন, ‘এ ব্যাপারে এখনই কিছু বলা যাচ্ছে না। আগামীকাল (আজ) দল ঘোষণার পরই আপনারা জানতে পারবেন। তাছাড়া সাকিব কোচ ও ম্যানেজারের কাছ থেকে এ দুই ম্যাচ না খেলার জন্য ছুটি নিয়েছে। সাকিবের সঙ্গে তাদের সবসময় যোগাযোগ তো হচ্ছেই।’ সোমবার পুরোটা দিনই বিসিবির ক্রিকেট পাড়ায় ছিল গুমোট পরিস্থিতি। বাংলাদেশ ক্রিকেটের অস্থির অবস্থা কাটেনি এখনও তা বোঝা যাচ্ছিল কয়েকদিনের ঘটনাক্রম দেখে। দেশের এক পত্রিকায় বিসিবি প্রধান পাপনের দেয়া সাক্ষাতকারেই সেটা স্পষ্ট। ভারত সফরের দল নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা। আর তাই আজ নতুন করে ঘোষণা হবে ভারত সফরের টি২০ দল। সেখানে সাকিব থাকবেন কিনা তাও জানা যাবে আজই।
×