ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

খেলতে খেলতে কুয়ায় পড়ল শিশু

প্রকাশিত: ০৮:৪২, ২৭ অক্টোবর ২০১৯

 খেলতে খেলতে  কুয়ায় পড়ল  শিশু

বাড়ির পাশেই নিজেদের ফার্মে বাবার সঙ্গে খেলছিল দু’বছরের শিশু সুরজিৎ উইলসন। খেলতে খেলতে আচমকা ২৫ ফুট গভীর কূপের মধ্যে পড়ে যায় শিশুটি। ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে গেলেও কঠিন হয়ে পড়ে উদ্ধার কাজ। টানা ১৫ ঘণ্টা পরও এখনও উদ্ধার হয়নি শিশুটি। গতকাল শুক্রবার বিকেলে ভারতের তামিলাড়ু রাজ্যের তিরুচিরাপল্লী জেলার মানাপ্পারাই শহরের অদূরে নাদুক্কাট্টুপাট্টি গ্রামে ঘটেছে এমন ঘটনা। এনডিটিভি। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত এখনও চলছে শিশুটির উদ্ধার কাজ। এদিকে সন্তানের চিন্তায় মুষড়ে পড়েছেন তার মা-বাবা। এরই মধ্যে গতকাল গভীর রাতেই ফায়ার সার্ভিসের আরও একটি দল উদ্ধার কাজে অংশ নেয়। এ উদ্ধার কাজ দেখতে চারপাশে ভিড় জমিয়েছে গ্রামবাসী। এদিকে গতকাল রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী বিজয় ভাস্কর। পুলিশের আইজি ভি ভরদ্বাজ জানান, দ্রুতগতিতে চলছে উদ্ধার কাজ।
×