
স্টাফ রিপোর্টার, কক্সবাজার ॥ মহেশখালীতে অগ্নিকান্ডে দশটি দোকান ভস্মিভুত হয়েছে। শুক্রবার মধ্য রাত আড়াইটায় কালামারছড়া বাজারে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে ফার্মেসিসহ ১০টি দোকান পুড়েগেছে। এলাকাবাসীর অভিযোগ, আগুনের সূত্রপাত হওয়ার সঙ্গে সঙ্গে পল্লী বিদ্যুৎ অফিসে ফোন করলেও তারা তাৎক্ষণিক বিদ্যুৎ লাইন বন্ধ না করার কারণে আগুন নিয়ন্ত্রণ করতে মানুষ আতঙ্কে ছিল।
এদিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছার আগে স্থানীয়রা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়। এর আগে আল-হামরা মেডিকেল ল্যাব ফার্মেসির ঔষধ, ল্যাব সরঞ্জাম, টিভি, ফ্রিজ ও ৪টি জেনারেল ষ্টোরের বিভিন্ন মালামাল পুড়ে অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। পুড়ে গেছে ২টি ওয়ার্কসপের ৫টি মোটর সাইকেলসহ গাড়ির বিভিন্ন মালামাল ও ওয়ার্কসপের বিভিন্ন মেশিনারি পার্টস।