ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরায় একসঙ্গে চার সন্তান প্রসব

প্রকাশিত: ০৯:৪০, ২৩ অক্টোবর ২০১৯

সাতক্ষীরায় একসঙ্গে চার সন্তান প্রসব

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ সাতক্ষীরায় এক প্রসূতি মা এক সঙ্গে ৪ সন্তান প্রসব করেছেন। মাসহ ৩ পুত্র ও ১ কন্যাসন্তান সকলেই পুরোপুরি সুস্থ নয় বলে জানিয়েছে এই মায়ের পরিবার। দেবহাটা উপজেলার সেকেন্দ্রা গ্রামের শরীফুল ইসলামের স্ত্রী রতœা পারভীন প্রথম সন্তান ধারণ করেন। সোমবার প্রসব বেদনা উঠলে পরিবারের পক্ষ থেকে প্রথমে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে খুলনা ২৫০ শয্যা হাসপাতালে নেয়ার পরামর্শ দেন। ২৫০ শয্যা হাসপাতালে কিছু সময় তার চিকিৎসার পর অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিক্যালে নেয়ার পরামর্শ দেন। গরিব পরিবার হওয়ায় রতœার পরিবার রাতেই খুলনা থেকে ফেরত এনে সাতক্ষীরার একটি বেসরকারী হাসপাতালে ভর্তি করে। চিকিৎসকদের অস্ত্রোপচারে রাত ২টার দিকে রতœার গর্ভ হতে ৩ পুত্র ও ১ কন্যাসন্তানের জন্ম হয়। তবে ৪ সন্তানসহ তার মা এখনও পুরোপুরি সুস্থ নয় বলে জানিয়েছে পরিবার। চট্টগ্রামে শিবিরের মেসে অভিযান ॥ গ্রেফতার ২২ স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম মহানগরীর বাকলিয়া থানার বগারবিল এলাকার তিনটি মেসে অভিযান চালিয়ে ছাত্র শিবিরের ২২ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার রাতে শিবির পরিচালিত এই মেসগুলোতে অভিযান চালানো হয়। জানা যায়, চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকায় মেসে অবস্থান নিয়ে ছাত্র শিবিরের নাশকতামূলক কর্মকা- পরিচালনা করছে, এমন তথ্য রয়েছে পুলিশের কাছে। সে তথ্যের ভিত্তিতে সোমবার রাত বারোটা থেকে বাকলিয়ার বগারবিল এলাকার তিনটি মেসে অভিযান চালানো হয়। উল্লেখ্য, ২০১২-১৫ সাল পর্যন্ত এ ধরনের মেসে অবস্থান করে ছাত্র শিবিরের নেতাকর্মীরা নগরজুড়ে তা-ব চালিয়েছে। গ্রেফতার এ ২২ জনের মধ্যে সরকারী হাজী মুহম্মদ মহসিন কলেজ শাখা এবং দারুল উলুম মাদ্রাসা শাখা ছাত্র শিবিরের সেক্রেটারিসহ দায়িত্বশীল নেতারা রয়েছে। জয়পুরহাট নিজস্ব সংবাদদাতা জয়পুরহাট থেকে জানান, হত্যা ও নাশকতার মামলায় জামায়াত শিবিরের ৬১ নেতাকর্মী ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ কারলে মঙ্গলবার শুনানি শেষে অতিরিক্ত জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইকবাল বাহার তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। জানা গেছে, ২০১৩ সালের ১৫ ডিসেম্বর হরতাল চলাকালে জয়পুরহাটের পুরানাপৈল বাজারের কৃষি ব্যাংকে পেট্রোল বোমা মেরে হামলা করে জামায়াত শিবিরের নেতাকর্মীরা। এ সময় পুলিশ র‌্যাব ও বিজিবির টহল দল বাধা দিতে গেলে তারা তীর ধনুক নিয়ে হামলা করে।
×