ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কনসোর্ট মর্যাদা প্রত্যাহার

প্রকাশিত: ০৯:১৯, ২৩ অক্টোবর ২০১৯

কনসোর্ট মর্যাদা প্রত্যাহার

অসদাচরণ ও রাজতন্ত্রের প্রতি আনুগত্যহীনতার অভিযোগে থাইল্যান্ডের রাজা ভাজিরালংকর্ন সিনিনাথ ওংভাজিরাপাকদির রয়্যাল কনসোর্টের পদবী ও মর্যাদা রদ করেছেন। রাজা চতুর্থ স্ত্রী হিসেবে রানী সুথিদাকে বিয়ের দুই মাস পর জুলাই মাসে সিনিনাথকে ‘রয়্যাল নোবল কনসোর্টে’র মর্যাদা দেয়া হয়েছিল। রাজপ্রাসাদ থেকে দেয়া বিবৃতিতে বলা হয়েছে, সিনিনাথ ওংভাজিরাপাকদি ‘উচ্চাভিলাষী’ এবং নিজেকে ‘রানীর সমকক্ষ ভাবতে শুরু করেছিলেন’। সিনিনাথ একজন মেজর জেনারেল ও পেশাদার পাইলট। তিনি নার্স ও দেহরক্ষীর কাজও করতেন। -বিবিসি আসছে ২২তম সন্তান ব্রিটেনের ল্যাঙ্কাশায়ারের নোয়েল (৪৮) ও সু রেডফোর্ড (৪৪) দম্পতির ঘর আলোকিত করে ২২তম সন্তান আসছে কয়েক মাস পরেই। গত বছর ২১তম সন্তান জন্ম দেয়ার পর সু জানিয়েছিলেন এটিই তাদের সর্বশেষ সন্তান। কিন্তু তারা কথা রাখতে পারেননি। এখন ২২তম অতিথির জন্য তারা মানসিকভাবে প্রস্তুতি নিচ্ছেন। ২২ জন সন্তান যা পুরো দুটো ফুটবল বা ক্রিকেট টিমের সমান। তাদের বড় ছেলের বয়স ৩০ এবং সর্বকনিষ্ঠ সন্তানের বয়স ১৮ মাস। -দ্য সান
×