ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

সাত শ’ থেকে ১ গোল দূরে

প্রকাশিত: ১২:২০, ১৩ অক্টোবর ২০১৯

সাত শ’ থেকে ১ গোল দূরে

স্পোর্টস রিপোর্টার ॥ পর্তুগালের জার্সিতে প্রথম ১৩৩ ম্যাচে ৬১ গোল করেছিলেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। দেশের জার্সিতে শেষ ২৮ ম্যাচে সি আর সেভেনের করা গোলসংখ্যা ৩৩। হ্যাঁ, বয়স বাড়লে যে ফর্মে ভাটা পড়ে সেটার ভুল প্রমাণ করে চলেছেন জুভেন্টাসের এই পর্তুগীজ সুপারস্টার। শুক্রবার লুক্সেমবার্গের বিপক্ষেও গোলের দেখা পেয়েছেন তিনি। ক্রিস্টিয়ানো রোনাল্ডোর গোলের সৌজন্যেই পর্তুগাল ৩-০ ব্যবধানে লুক্সেমবার্গকে হারিয়ে ইউরো বাছাইপর্বের মূল্যবান তিন পয়েন্ট নিয়ে মাঠ ছেড়েছে। পর্তুগালের জার্সি গায়ে ১৬১ ম্যাচে রোনাল্ডোর এটা ৯৪তম গোল। সব মিলিয়ে পেশাদার ক্যারিয়ারে এটা তার ৬৯৯তম গোল। আর মাত্র ১টি গোলের দেখা পেলেই পেশাদার ক্যারিয়ারে ৭০০ গোলের বিরল ক্লাবে ঢুকার মাইলফলক স্পর্শ করবেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। ইরানের সাবেক স্ট্রাইকার আলি দেইয়ের সর্বকালের সর্বোচ্চ ১০৯টি আন্তর্জাতিক গোলের থেকে ৩৪ বছর বয়সী রোনাল্ডো আর ১৫ গোল দূরে। সুদীর্ঘ ক্যারিয়ারে মোট ৯৭৩ ম্যাচে প্রতিনিধিত্ব করেছেন সি আর সেভেন। ১২টি ভিন্ন ভিন্ন প্রতিযোগিতায় গড়ে ১১২ মিনিটে একটি গোল করেছেন তিনি। ক্লাব পর্যায়ে স্পোর্টিং লিসবনের হয়ে ৩১ ম্যাচে রোনাল্ডোর গোল ৫। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ২৯২ ম্যাচে ১১৮ গোল করেছিলেন তিনি। স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের হয়ে ৪৩৮ ম্যাচে ৪৫১ গোল তার নামের পাশে। বর্তমান ক্লাব জুভেন্টাসের হয়ে ৫১ ম্যাচে করেছেন ৩২ গোল। আন্তর্জাতিক প্রতিপক্ষ হিসেবে তার সবচেয়ে পছন্দের দল সুইডেন, লাটভিয়া, আনডোরা ও আর্মেনিয়া। এই দেশগুলোর প্রতিটির বিপক্ষে তার পাঁচটি করে গোল রয়েছে। ক্লাব ফুটবলে প্রতিপক্ষ হিসেবে সেভিয়ার বিপক্ষে সর্বোচ্চ ২৭ গোল তার। এ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে রোনাল্ডোর গোল ২৫। গেটাফের বিপক্ষে ২৩, সেল্টা ভিগোর বিপক্ষে ২০ আর একসময়ের চিরপ্রতিদ্বন্দ্বী বার্সিলোনার বিপক্ষে রোনাল্ডোর গোলসংখ্যা ১৮। ইউরোর বাছাইপর্বের ম্যাচে শুক্রবার স্পোর্টিং লিসবনের মাঠ এস্তাদিও হোসে আলভালাদেতে লুক্সেমবার্গকে স্বাগত জানায় পর্তুগাল। ম্যাচের ১৬ মিনিটেই প্রথম এগিয়ে যায় স্বাগতিকরা। বার্সিলোনার রক্ষণসৈনিক নেলসন সেমেদোর শট লুক্সেমবার্গ গোলরক্ষক এন্থনি মোরিস আটকে দেয়ার পর ফিরতি বলে ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড সিলভা কোন ভুল করেননি। শেষ তিন ম্যাচে এটা সিলভার দ্বিতীয় গোল। দ্বিতীয়ার্ধের ৬৫ মিনিটে ম্যাক্সিম চ্যানটের কাছ থেকে বল পেয়ে প্রতিপক্ষের গোলরক্ষককে বোকা বানিয়ে খুব সহজেই গোল করেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। ম্যাচের শেষ মুহূর্তে গঞ্জালো গুয়েডেসের গোলে ৩-০ ব্যবধানের অনায়াসে জয় নিয়েই মাঠ ছাড়ে পর্তুগাল। লুক্সেমবার্গের বিপক্ষে জয়ের ফলে ১১ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের দ্বিতীয় স্থানে রয়েছে পর্তুগাল। এক ম্যাচ বেশি খেলে ১৬ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রেখেছে ইউক্রেন। গ্রুপের আরেক ম্যাচে এদিন লিথুনিয়াকে ২-০ গোলে পরাজিত করে জয়ের ধারা অব্যাহত রেখেছে ইউক্রেন। আগামীকাল সোমবার কিয়েভে টেবিলের শীর্ষ দল ইউক্রেনের মুখোমুখি হবে পর্তুগাল। এই ম্যাচে প্রতিপক্ষের জাল খুঁজে পেলেই ক্যারিয়ারের ৭০০তম গোলের মাইফলক স্পর্শ করবেন সি আর সেভেন। ইউরোর বাছাইপর্বে এদিন অলিভিয়ের জিরুডের পেনাল্টির সৌজন্যে বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স ১-০ গোলে হারিয়েছে আইসল্যান্ডকে। শুক্রবার রেয়াকজাভিকে অনুষ্ঠিত ইউরো ২০২০ বাছাইপর্বের এইচ গ্রুপের এই ম্যাচে জয়ের ফলে পয়েন্ট তালিকায় তুরস্কের সমান পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ফ্রান্স। আগামীকাল ফ্রান্সেই তুরস্কের মুখোমুখি হবে রাশিয়া বিশ্বকাপের চ্যাম্পিয়নরা। গত জুনে আঙ্কারায় সর্বশেষ লড়াইয়ে ২-০ গোলে হেরে গিয়েছিল ফ্রান্স। আইসল্যান্ডের বিপক্ষে ফ্রান্সের কোচ হিসেবে ২০০তম ম্যাচের প্রতিনিধিত্ব করলেন দিদিয়ের দেশম।শুক্রবার অনুষ্ঠিত ইউরো বছাইপর্বের অন্যান্য ম্যাচে ইউক্রেন ২-০ গোলে লিথুয়ানিয়াকে পরাজিত করেছে। তুরস্ক ১-০ গোলে আলবেনিয়াকে এবং এনডোরা একই ব্যবধানে পরাজয়ের স্বাদ উপহার দিয়েছে মলদোভাকে। মন্টেনিগ্রো এবং বুলগেরিয়ার ম্যাচটি গোলশূন্য ড্র হয়।
×