ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

হংকংয়ে বিক্ষোভ দমনে মার্কিন কোম্পানির টিয়ারগ্যাস

প্রকাশিত: ০৯:১৫, ১৩ অক্টোবর ২০১৯

হংকংয়ে বিক্ষোভ দমনে মার্কিন কোম্পানির টিয়ারগ্যাস

হংকংয়ের বেজিংপন্থী প্রশাসনের কাছে টিয়ারগ্যাস বিক্রি করায় যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া ভিত্তিক একটি কোম্পানির বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠেছে। দেশটির ননলেথাল টেকনোলজিস কোম্পানির তৈরি এসব টিয়ারগ্যাস হংকংয়ের গণতন্ত্রপন্থী আন্দোলনকারীদের ওপর ছুড়ছে পুলিশ। যুক্তরাষ্ট্রের কয়েকজন সিনেটর এতে বেজায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন। খবর ইয়াহু নিউজের। মার্কিন কোম্পানির তৈরি এসব টিয়ারগ্যাসে খোসার ছবি ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর ফলে কয়েকজন মার্কিন সিনেটর হংকংয়ে এই ধরনের টিয়ার গ্যাস সরবরাহ তৎক্ষণাৎ স্থগিত করার দাবি জানিয়েছে। গত জুলাই মাসে ক্ষমতাসীন রিপাবলিকান দলের প্রভাবশালী সিনেটর টেড ক্রুজ প্রথম এ বিষয়ে আপত্তি তোলেন। এক টুইটার বার্তায় তিনি বলেন, হংকং পুলিশ বিক্ষোভকারীদের ওপর টিয়ার গ্যাস নিক্ষেপ অব্যাহত রাখলে সেখানে এই পণ্য রফতানি এখনই স্থগিত করা উচিত। আগস্টে রিপাবলিকান নেতা ক্রিস স্মিথ, ডেমোক্র্যাট নেতা জেমস ম্যাক গভার্ন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও এবং বাণিজ্যমন্ত্রী কমার্স রসকে চিঠি লিখে হংকংয়ে দাঙ্গা প্রতিরোধে ব্যবহৃত সরঞ্জাম রফতানি বন্ধের আহ্বান জানান। উল্লেখ্য, চীনের আধা-স্বায়ত্তশাসিত অঞ্চল হংকংয়ে গত কয়েক মাস ধরে বেজিংবিরোধী আন্দোলন ও বিক্ষোভ হচ্ছে। চীন মনে করে এই বিক্ষোভের পেছনে যুক্তরাষ্ট্রের মদদ রয়েছে। কিন্তু তারপরও হংকংয়ে টিয়ারগ্যাস রফতানির মার্কিন সিদ্ধান্ত নিয়ে সমালোচনার ঝড় বইছে। ফ্লোরিডার রিপাবলিকান সিনেটর রিক স্কট বৃহস্পতিবার বলেন, হংকংয়ে টিয়ারগ্যাস সরবরাহ করা মানে চীনা প্রেসিডেন্ট শি জিন পিংকে সমর্থন করা। এতে একটি শান্তিপূর্ণ বিক্ষোভ ক্ষতিগ্রস্ত হচ্ছে। হংকংয়ের নেতা ক্যারি ল্যাম গণতন্ত্রপন্থী বিক্ষোভকারীদের নিন্দা জানিয়ে বলেন, ‘তাদের কারণে প্রত্যেকে ভীত ও সন্ত্রস্ত্র। সম্প্রতি এক ভিডিও বার্তায় হংকংয়ের ল্যাম বলেন, বিক্ষোভকারীদের উগ্র কর্মকা-ের কারণে হংকংয়ে গভীর অন্ধকার নেমে এসেছে এবং সমাজ আজ অনেকটা স্থবির হয়ে পড়েছে। তিনি বলেন, ‘প্রত্যেকে আজ উদ্বিগ্ন এবং ভীত।’ ক্যারি ল্যাম আরও বলেন, হংকংয়ের সব জেলায় উগ্র সহিংস কর্মকাণ্ড চালানো হচ্ছে। আর এসব সহিংসতা মুখোশধারী দাঙ্গাবাজরাই চালিয়ে যাচ্ছে। হংকং কর্তৃপক্ষ বিক্ষোভকারীদের মুখোশ পরার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে যা শনিবার থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে।
×