ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

চোটে বছর শেষ বিশ্বকাপ জয়ী অধিনায়ক লরিসের

প্রকাশিত: ১২:২১, ৯ অক্টোবর ২০১৯

চোটে বছর শেষ বিশ্বকাপ জয়ী অধিনায়ক লরিসের

স্পোর্টস রিপোর্টার ॥ কনুইয়ের চোটে আক্রান্ত হয়ে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে গেছেন ফ্রান্সের বিশ্বকাপ জয়ী অধিনায়ক হুগো লরিস। চোট গুরুতর হওয়ায় ২০১৯ সালে আর মাঠে ফিরতে পারবেন না ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পারে খেলা এই গোলরক্ষক। লরিসের চোটে বেশ বিপাকে পড়েছে ফ্রান্স। কেননা ইউরো বাছাই ফুটবলে মাঠে নামতে হচ্ছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের। এখন দলের অধিনায়ক ও এক নম্বর গোলরক্ষককে ছাড়াই মাঠে নামতে হবে ফরাসীদের। ১১ অক্টোবর ইউরো বাছাইয়ে আইসল্যান্ডের মাঠে খেলবে ফ্রান্স। তিনদিন পর ঘরের মাঠে গ্রুপের শীর্ষে থাকা তুরস্কের মুখোমুখি হবে দুইবারের বিশচ্যাম্পিয়নরা। এই দুই ম্যাচের জন্য দিনকয়েক আগে ঘোষণা করা দলে ছিলেন ৩২ বছর বয়সী এই গোলরক্ষক। কিন্তু গুরুত্বপূর্ণ এই দুই ম্যাচে অধিনায়ককে হারিয়ে ভীষণ হতাশ ফ্রান্সের বিশ্বকাপ জয়ী কোচ দিদিয়ের দেশম। তিনি বলেন, এটা অনেক হতাশার। শেষ মুহূর্তে ওকে হারানো দলের জন্য কঠিন। সামনে আমাদের গুরুত্বপূর্ণ ম্যাচ। ইংলিশ প্রিমিয়ার লীগ ফুটবলে ব্রাইটন এ্যান্ড হোভ এ্যালবিয়নের বিরুদ্ধে টটেনহ্যামের ৩-০ গোলে হেরে যাওয়া ম্যাচের শুরুর দিকে বাম হাতে মারাত্মক আঘাত পান লরিস। মাঠেই প্রাথমিক চিকিৎসা দেয়ার পর অক্সিজেন লাগিয়ে স্ট্রেচারে করে তাকে হাসপাতালে নেয়া হয়। পরে পরীক্ষায় ধরা পড়ে কনুইয়ের হাড় সরে গেছে। অস্ত্রোপচার করতে না হলেও আগামী বছরের আগে পুরোপুরি সুস্থ হয়ে অনুশীলনে ফিরতে পারবেন না। বিষয়টি নিশ্চিত করেছে লরিসের ক্লাব টটেনহ্যাম।
×